kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক   

২ জুলাই, ২০২০ ১৬:৫২ | পড়া যাবে ১ মিনিটেপানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। সম্প্রতি জাতীয় সংসদে পরীক্ষা করানোর পর তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন।

আজ বৃহস্পতিবার পানি সম্পদ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানান। 

তিনি বলেন, করোনা পজিটিভ রিপোর্ট আসার পর থেকে কয়েকদিন ধরে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সেবন করছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচে ভর্তি করা হয়। তবে শারীরিকভাবে তিনি এখনও বেশ সুস্থ্য আছেন। দ্রুত করোনামুক্ত ও পুরোপুরি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন প্রতিমন্ত্রী।

মন্তব্যসাতদিনের সেরা