<p>সম্প্রতি কালের কণ্ঠের বরাত দিয়ে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে গুজব ছড়ানোর ঘটনা দৃষ্টিগোচর হয়েছে। ফেসবুকে ‘নির্বোধ’ নামের এক পেজের পোস্টে বলা হয়, ‘আজ রাত ৮টায় ক্ষমতা দখলের চিন্তা করছে সেনাবাহিনী।’ এরপর একটি লাভ ইমোজি দিয়ে লেখা হয়েছে, ‘সোর্স: কালের কণ্ঠ’। </p> <div style="text-align:center"> <figure class="image" style="display:inline-block"><img alt="কালের কণ্ঠ" height="360" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/08/04/my168/431052636_1231380918194658_4918668586359800678_n (8).jpg" width="600" /> <figcaption><em>সম্প্রতি এই ভুয়া তথ্য সম্বলিত পোস্টটি কালের কণ্ঠ'র নজরে আসে।</em></figcaption> </figure> </div> <p>দেশের স্বনামধন্য পত্রিকা কালের কণ্ঠ পরিবার সুস্পষ্টভাবে ঘোষণা করছে যে, কালের কণ্ঠের ছাপানো পত্রিকা বা অনলাইন সংস্করণে এ ধরনের কোনো তথ্য বা খবর ছাপানো বা প্রকাশ করা হয়নি। কাজেই ফেসবুকের ‘নির্বোধ’ নামের পেজে প্রকাশিত পোস্টটিতে কালের কণ্ঠের বরাতে সম্পূর্ণ ভুল তথ্য প্রচার করা হয়েছে এবং এর দায়ভার কোনোভাবেই এই প্রতিষ্ঠানের ওপর বর্তায় না। এই সতর্কবার্তা লোর সময় পোস্টটিতে ৮৫৫টি রিঅ্যাকশন, ৫০টি মন্তব্য ও ৮০টি শেয়ার হয়েছে। </p> <p>কালের কণ্ঠের সঙ্গে থাকার জন্য দেশের অসংখ্য পাঠকের প্রতি পরিবারের পক্ষ থেকে অনেক ভালোবাসা। <br />  </p>