<article> <p style="text-align: justify;">‘আমি ফার্স্ট অফিসার বেন বলছি। আমি আপনাদের আজ ডেনভারে নিয়ে যাব। আর আমার সঙ্গে যোগ দিয়েছে ছোট্ট মিস এলি রোজ।’ এভাবেই বিমানযাত্রীদের সামনে নিজের শিশুকন্যাকে কোলে নিয়ে বিমান উড্ডয়নের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্ট এয়ারলাইনসের এক পাইলট।</p> </article> <article> <p style="text-align: justify;">সম্প্রতি ইনস্টাগ্রামে মেয়েকে কোলে পাইলটের এমন আদুরে বিমান উড্ডয়নের ঘোষণার ভিডিও পোস্ট করে সাউথওয়েস্ট এয়ারলাইনস। আর এই ভিডিও মন জয় করে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির ব্যবহারকারীদের। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্ট এয়ারলাইনসের এক বিমানে অন্য যাত্রীদের সঙ্গে পাইলট বেনের শিশুকন্যা ও স্ত্রী উপস্থিত ছিলেন। পাইলট জানান, প্রথমবারের মতো তাঁর বিমানের যাত্রী হয়েছে এলি।</p> </article> <article> <p style="text-align: justify;">তাই এটি তাঁর জন্য বিশেষ স্মরণীয় একটি ফ্লাইট। বিমানযাত্রীদের আশ্বাস দিয়ে পাইলট অবশ্য বলেন, তাঁর মেয়ে যাত্রাপথে ৯০ শতাংশ সময়ই হাসিখুশি থাকবে। ১০ শতাংশ সময় সে একটু কান্নাকাটি করতে পারে। তবে তাতে যাত্রীদের বিচলিত না হওয়ার পরামর্শ দিয়ে পাইলট বলেন, মেয়ের মা বিমানে রয়েছেন।</p> </article> <article> <p style="text-align: justify;">কাজেই এলি কান্নাকাটি করলেও তা সামলানো যাবে বলে তিনি আশাবাদী। ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট হতে ১৪ মিলিয়নের বেশি মানুষ তা দেখেছে। এক ব্যবহারকারী লিখেছে, বাবার ছোট্ট মেয়ে এলির এটি সবচেয়ে নিরাপদ বিমানযাত্রা হবে। সূত্র : এনডিটিভি</p> </article>