<p style="text-align: justify;">যুক্তরাষ্ট্রের কেন্টাকির ক্রিস্টউডের দুই বছরের শিশু ইসলা ম্যাকনাব উচ্চ আইকিউ সোসাইটি মেনসার সর্বকনিষ্ঠ সদস্য হওয়ার গৌরব অর্জন করেছে। মেনসা বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান মানুষদের নিয়ে গঠিত সর্ববৃহৎ ও পুরনো সংস্থা। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস ইসলার অসাধারণ বুদ্ধিমত্তার কথা নিশ্চিত করেছে।</p> <p style="text-align: justify;">গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানায়, স্ট্যানফোর্ড-বিনেট ইন্টেলিজেন্সের মাপকাঠিতে ইসলা তার বয়সের জন্য নির্ধারিত স্কোরের ৯৯ শতাংশ অর্জন করেছে।</p> <p style="text-align: justify;">এই শিশুর সহজাত মেধা তার বয়সের স্বাভাবিক পর্যায়ের চেয়ে অনেক বেশি। বিশ্বের ১০০টির বেশি দেশের এক লাখ ৪০ হাজার মানুষ মেনসা ইন্টারন্যাশনালের সদস্য। বর্তমানে সদস্য হতে গেলে কোনো মানসম্পন্ন আইকিউ পরীক্ষায় ৯৮ শতাংশের বেশি স্কোর অর্জন করতে হয়। অর্থাৎ বুদ্ধিমত্তার দিক থেকে বিশ্বের শীর্ষ ২ শতাংশ জনসংখ্যার মধ্যে তারা রয়েছে।</p> <p style="text-align: justify;">১৯৪৬ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির সদর দপ্তর যুক্তরাজ্যে।</p> <p style="text-align: justify;">ইসলার মা-বাবা প্রথম খেয়াল করেন, তাঁদের শিশু যেকোনো বিষয়ে মনোযোগ ধরে রাখতে পারে। সে খুবই উত্ফুল্ল ও প্রাণবন্ত শিশু হলেও আর দশটি শিশুর মতো সাধারণ ছিল না।</p> <p style="text-align: justify;">মাত্র এক বছর বয়সেই ইসলা রং, সংখ্যা, বর্ণমালা শেখা শুরু করে। সাত মাস বয়সেই সে ছবির বই থেকে যেকোনো কিছু জিজ্ঞেস করলে তা দেখাতে পারত।</p> <p style="text-align: justify;">ইসলার বাবা জেসন ম্যাকনাব বলেন, অসাধারণ মেধাবী শিশুদের নিয়ে কাজ করেন এমন একজন মনোবিজ্ঞানীও ইসলার মেধার কথা শুনে তাকে পরীক্ষা করেছেন।</p> <p style="text-align: justify;">ইসলার মা-বাবা বলেন, তাঁদের সন্তানের মেধা আরো বিকশিত করার উপায়ের খোঁজেই তাঁরা মেনসায় ইসলাকে অন্তর্ভুক্ত করেছেন। মেনসার সবচেয়ে বড় সুবিধা হলো সেখানে বুদ্ধিমান সম্প্রদায়ের মানুষের সংস্পর্শ পাওয়া যায়। সূত্র : এনডিটিভি</p>