kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

যে কারণে তরুণীর একটি প্রেমও টেকেনি

অনলাইন ডেস্ক   

২৮ সেপ্টেম্বর, ২০২০ ০৯:৩১ | পড়া যাবে ২ মিনিটেযে কারণে তরুণীর একটি প্রেমও টেকেনি

প্রতীকী ছবি

২৭ বছর বয়সী তরুণী জেনি জানিয়েছেন, বেশ কয়েকজনের সঙ্গে প্রেম করেছেন। তবে অসময়ে হাসি-ঠাট্টার কারণে তার সবগুলো সম্পর্ক ভেঙে গেছে। এমনকি কোনো প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কেও জড়াননি তিনি।

জেনি বলেন, ২৭ বছর বয়সে এসেও আমি ভার্জিন। গত কয়েক বছরে বেশ কয়েকজনের সঙ্গে প্রেম হয়েছে আমার। কিন্তু কোনো সম্পর্ক কয়েক সপ্তাহের বেশি টেকেনি।

তিনি আরো বলেন, ছেলেরা যে মুহূর্তে আমার সঙ্গে অন্তরঙ্গ হওয়ার বাসনা প্রকাশ করতো, তখন আমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে উদ্ভট আচরণ করতাম। অহেতুক হাসাহাসি শুরু করতাম। আমাকে স্পর্শ করা মাত্র যে প্রতিক্রিয়া দেখিয়েছি, তাতে তারা দূরে সরে যেত।

সর্বশেষ প্রেমিক আমাকে নিয়ে দারুণ এক হোটেলে উঠেছিল। আমাকে গোলাপ উপহার দেওয়ার পর রাতে ওয়াইনের ব্যবস্থা করেছিল। সে আমার সঙ্গ কামনা করছিল। কিন্তু তাকে বিবস্ত্র অবস্থায় দেখার পর আর হাসি থামাতে পারিনি। আমার হাসিতে বেজায় চটে যায় সে। আমার প্রতি রাগে-অভিমানে হোটেল ছেড়ে একপর্যায়ে চলে যায়। সেখান থেকে বাস ও ট্রেনে চড়ে একা বাড়ি ফিরতে হয়েছে আমাকে।

জেনি বলেন, দু'জন মানুষের বিবস্ত্র শরীর আমি কল্পনাও করতে পারি না। আবেদনময়ী হিসেবে নিজেকে কারো সামনে উপস্থাপন করাটা আমার পক্ষে অসম্ভব। তার মানে এই নয় যে আমার কোনো শারীরিক চাহিদা নেই। তবে তার জন্য অন্যের কাছে বিষয়টি উন্মোচন করার ব্যাপারে ভাবতে পারি না।

কয়েকজন প্রেমিক আমাকে বলেছে, আমার হয়তো কিছু সমস্যা রয়েছে। এভাবে চলতে থাকলে সারাজীবন একা কাটাতে হতে পারে। 

সূত্র : ডেইলি স্টার ডটসিওডটইউকে

মন্তব্যসাতদিনের সেরা