kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

ফুটন্ত গরম দুধে গোসল করছেন সাধু! ছুড়ছেন শিষ্যদের মুখেও!

কালের কণ্ঠ অনলাইন   

৪ নভেম্বর, ২০১৯ ১৯:২১ | পড়া যাবে ১ মিনিটেদিওয়ালি উৎসবের পরের দিন এক হিন্দু সাধু গোসল করছেন ফুটন্ত গরম পানিতে! এবং সেই গরম দুধ আবার ছুড়ে মারছেন শিষ্যদের মুখের ওপরও! কিন্তু এতে কারোরই কোনো ক্ষতি হচ্ছে না। শরীর ঝলসে যাচ্ছে না!

এমনই অদ্ভত কাণ্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।

ঘটনাটি ঘটেছে গত ২৮ অক্টোবর ভারতে উত্তর প্রদেশের সোনভদ্র মারকুন্ডিতে। ওই সাধুবাবার নাম রাজেন্দ্র। যিনি মাটির একটি পাত্র থেকে ফুটন্ত দুধ দিয়ে গোসল করছেন এরপর শিষ্যদের দিকেও ছিটিয়ে দিচ্ছেন।

ওই সাধুবাবার শিষ্যদের দাবি গরম দুধ তাদের গায়ে ছুড়ে মারলেও তাদের কাছে তা ঠাণ্ডা অনুভুত হয় এবং তাদের মুখে তা সজীব অনুভুতি এনে দেয়।

মন্তব্যসাতদিনের সেরা