<p>হেয়ারকাট নিয়ে ছেলেদের ভাবনা ও মোহ যেন একটু বেশিই। কোন ধরনের চুলে কোন কাট, শীত বা গ্রীষ্মে কোন কাট আরামদায়ক, কোন মুখের কোন আদলে কোন কাট মানাবে ভালো তার খোঁজখবর, যারা ট্রেন্ড মেনে চলেন তাদের রাখতেই হয়। ত্বকের টোনের সঙ্গে মিলিয়েও নির্বাচন করা হয় হেয়ার কালার, যাতে সামগ্রিক লুক সুন্দর হয়। চলুন, দেখে নিই এই সময়ের জনপ্রিয় চুলের কয়েকটি কাট। ঋতুভেদে ছেলেদের চুলের কাট ও স্টাইলে পরিবর্তন আসে। বিশ্ব ফ্যাশনের ভোল বদলের হাওয়া লাগে চুলেও। তরুণদের এখনকার চুলের কাট ও স্টাইল নিয়ে হেয়ার এক্সপার্টদের সঙ্গে কথা বলেছেন<strong> অলকানন্দা রায়</strong></p> <p><img alt="চলতি কাটে চুল থাক ঠিকঠাক" height="483" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/print/Magazine%202023/20-10-2024/kalerkantho-05.jpg" width="800" /></p> <p>ফেড কাটে ইউটিউবার রাফসান</p> <p><strong>ফেড কাট</strong></p> <p>কিশোর এবং তরুণদের পছন্দের কাট এটি। হাই ফেড থেকে লো, সব ধরনই ছেলেদের বেশ মানিয়ে যায়। এই কাটেও যেমন  ভিন্নতা রয়েছে তেমনি দেখতেও আর্কষণীয়। এটি ডিম্বাকৃতি বা গোলাকার প্রায় সব ধরনের মুখের আদলেই বেশ মানায়।</p> <p> </p> <p> </p> <p><img alt="চলতি কাটে চুল থাক ঠিকঠাক" height="483" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/print/Magazine%202023/20-10-2024/kalerkantho-06.jpg" width="800" /></p> <p>ফেড কাটে পছন্দসই লাইনআপ করে নিয়েছেন মডেল বাপ্পা শান্তনু</p> <p><strong>টেপার ফেড</strong></p> <p>চলতি ধারায় পুরুষদের পছন্দের তালিকায় আছে চুলের টেপার ফেড কাটও। এই স্টাইলের দুটি বিষয় লক্ষণীয়—একটি টেপার, অন্যটি হলো ফেড। এই কাটে মাথার ওপরের দিকে চুলগুলো কিছুটা বড় থাকে এবং একটি টেপার থাকে যা নিচের দিকে ধীরে ধীরে ছোট হয়ে মিশে যায়। সাধারণত দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে যেকোনো ইভেন্ট—টেপার ফেড কাট ভালো লাগে। গোলাকার, ওভাল, হার্ট, বর্গাকার, আয়তাকার, কৌণিক মুখের জন্য এটি আদর্শ কাট। </p> <p><img alt="চলতি কাটে চুল থাক ঠিকঠাক" height="483" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/print/Magazine%202023/20-10-2024/kalerkantho-02.jpg" width="800" /></p> <p>বাজ কাটে ফুটবলার জামাল ভূঁইয়া</p> <p><strong>বাজ কাট</strong></p> <p>ছেলেদের ছোট চুলে বাজ কাট বেশ মানিয়ে যায়। এই কাটে চুল মাথার খুব কাছাকাছি থেকে কাটা হয়। যারা ঝামেলাহীন চুল রাখতে চান তাদের জন্য বাজ কাট উপযোগী। বাজ কাটে চুলের যত্ন নিয়ে তেমন চিন্তাও করতে হয় না। তবে কেউ কেউ চাইলে এই কাটেও ভিন্নতা আনতে পারেন। এটা তাদের রুচি এবং ব্যক্তিত্বের ওপর নির্ভর করে। এই ধরনের কাটের জন্য মুখের আকৃতি গোলাকার হলে ভালো হয়। তবে খেয়াল রাখতে হবে এখানে চুলের গঠন ও ঘনত্বের ওপর।</p> <p><img alt="চলতি কাটে চুল থাক ঠিকঠাক" height="483" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/print/Magazine%202023/20-10-2024/kalerkantho-04.jpg" width="800" /></p> <p>কুইফ কাটে ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত</p> <p><strong>কুইফ</strong></p> <p>স্টাইল সম্পর্কে সচেতন পুরুষদের কাছে ক্লাসিক স্টাইল হিসেবে কুইফ কাট বেশ জনপ্রিয়। এতে সামনের চুলগুলো কিছুটা লম্বা থাকে। ফলে চেহারা বড় আকৃতির মনে হয়। তবে পেছনে এবং দুই পাশের চুল ছাঁটা থাকে। এ ধরনের কাটে মুখের আকৃতি ডিম্বাকৃতি বা গোলাকার হলে ভালো দেখায়। </p> <p><strong>টেক্সচারড ক্রপ</strong></p> <p>তীব্র গরমে যখন ঘেমে নেয়ে একাকার অবস্থা তখন বড় চুল একটা বাড়তি ঝামেলা মনে হয়। তখন টেক্সচারড ক্রপ কাট যেমন স্বস্তি দেবে তেমনি চেহারায়ও আসবে ট্রেন্ডি লুক। এই কাটে মাথার দুই পাশে চুলের পরিমাণ কম থাকে। ফরম্যাল বা ইনফরম্যাল—যেকোনো পোশাকেই বেশ মানানসই। যেকোনো আকৃতির মুখেই ভালো লাগে এই কাট।</p> <p><img alt="ক্রু কাটে ক্রিকেটার তাসকিন আহমেদ" height="483" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/print/Magazine%202023/20-10-2024/kalerkantho-03.jpg" width="800" /></p> <p>ক্রু কাটে ক্রিকেটার তাসকিন আহমেদ</p> <p><strong>ক্রু কাট</strong></p> <p>যেসব ছেলেরা যত্ন-আত্তিতে ঝুট-ঝামেলামুক্ত থাকতে চান তাঁদের জন্য উপযুক্ত এই কাট। এটা অনেকটা বাজ কাটের মতোই, তবে এই কাটে ওপরে সামান্য লম্বা চুল থাকে। ক্রু কাটেও রয়েছে ভিন্নতা; যেমন টেক্সচারড, ক্রু কাট, ক্লাসিক ক্রু কাট, আধুনিক ক্রু কাট। এগুলোকে আবার পছন্দমতো হাই বা রো ফেড কাট হিসেবেও করিয়ে নেওয়া যায়। স্কয়ার, ডায়মন্ড, ওভাল, হার্ট বা গোলাকার মুখে এই কাট ভালো দেখায়।</p> <p><strong>আন্ডারকাট</strong></p> <p>সামনের দিকের চুলের দৈর্ঘ্য কিছুটা বড়, তুলনায় মাথার  পেছনের চুল ছোট। এ ক্ষেত্রে পেছনের দিকের চুলগুলো ট্রিম করা হয়। এতে একদিকে যেমন স্টাইলিশ একটা লুক ফুটে উঠবে, পাশাপাশি গরমে থাকা যাবে ফুরফুরে।</p> <p><img alt="চলতি কাটে চুল থাক ঠিকঠাক" height="483" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/print/Magazine%202023/20-10-2024/kalerkantho-07.jpg" width="800" /></p> <p>লম্বা চুলের কাটে ঝুঁটি বেঁধেছেন মডেল দ্বীপ</p> <p><strong>লম্বা চুলের কাট</strong></p> <p>ছেলেদের লম্বা চুলের কাট সব সময়ই দেখা গেছে। এখনো অনেক তরুণের প্রিয় লম্বা চুল। লম্বা চুলের কাটে তরুণদের পছন্দের তালিকায় রয়েছে লং ব্যাক পুশিং হেয়ার কাট ও ব্যালেন্স হেয়ার কাট। লম্বাকৃতির মুখমণ্ডলের জন্য লং ব্যাক পুশিং হেয়ারকাট বেশ মানানসই। আবার কেউ চাইলে লম্বা কোঁকড়া চুলেও এই কাটগুলো দিতে পারেন।</p> <p><img alt="ফেড কাটে পছন্দসই লাইনআপ করে নিয়েছেন মডেল বাপ্পা শান্তনু" height="483" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/print/Magazine%202023/20-10-2024/kalerkantho-008.jpg" width="800" /></p> <p>পম্পাডর কাটে মডেল সায়েম</p> <p>গুলশান হেয়ারকাট অ্যান্ড স্পার স্বত্বাধিকারী ইমরান হোসাইন বললেন, ‘ফেড, আপার ফেড, বাজ, কুইফ থেকে শুরু করে ক্রু এবং ক্রপ কাটের চল এখন। এমন কাটের সঙ্গে অনেক সময় তরুণরা নিজেরাই কোনো লাইনআপ যোগ করে নেন। অনেক সময় বিশ্বের বড় বড় তারকাদের হেয়ারকাটও অনুসরণ করেন তারা।’</p> <p>তবে কাট যা-ই হোক তাতে আরামের দিকটাও প্রাধান্য দেওয়া উচিত। শোভন মেকওভার অ্যান্ড স্যালনের স্বত্বাধিকারী শোভন সাহা বললেন, ‘ছেলেদের হেয়ারকাট দেওয়ার আগে যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত তা হলো মুখের আকৃতি বুঝে নেওয়া। মুখের আকৃতির ওপর নির্ভর করে কোন কাট কাকে মানাবে। মুখের আকৃতি সাধারণত গোলাকার, বর্গাকার, আয়তাকার, ডিম্বাকার, ত্রিভুজাকৃতি ও ডায়মন্ড আকৃতির হয়ে থাকে। আবার কারো চুল খুব ঘন, কারো চুল খুব পাতলা। এ বিষয়গুলো খেয়াল রাখতে হয়।’</p> <p><strong>যত্ন-আত্তি</strong></p> <p>চুলের গ্রোথ ঠিক রাখতে হলে নিয়মিত পরিমাণে পানি পান করা জরুরি। বাইরে বের হলে ইউভি প্রটেকটেড হেয়ার ক্রিম ব্যবহার করা উচিত। গরমে প্রচুর ঘামে, ধুলা-ময়লা জমে স্ক্যাল্পে ফাংগাল ইনফেকশনের আশঙ্কা থাকে। এ সময় প্রতিদিনই শ্যাম্পু করা ভালো। শ্যাম্পু করে চুল সম্পূর্ণ শুকিয়ে রোদে বের হওয়া উচিত। চুলের আর্দ্রতা বজায় রাখতে নিয়মিত কন্ডিশনার ব্যবহার করা উচিত। চুলের ধরন অনুযায়ী মাসে এক থেকে দুইবার হেয়ার মাস্ক ব্যবহার করলে চুল প্রয়োজনীয় পুষ্টি পাবে। চুলও থাকবে ঝলমলে সুন্দর।</p>