<p>ঘরের আসবাবে শৌখিনতার ছোঁয়া বিলিয়ে দিতে চান যারা তারা তো বটেই, আবার দীর্ঘদিন ব্যবহারের চিন্তা থেকেও অনেকেই কাঠের আসবাবকেই বেছে নেন। কাঠের আসবারের যত্নআত্তি খুব কঠিন না। তবে এর পরিচর্যা লাগে নিয়মিতই। তবেই আসবাব সুন্দর থাকবে যুগের পর যুগ। জেনে নিন কাঠের আসবাবের যত্নআত্তি সম্পর্কে। </p> <ul> <li>কিছুতেই কাঠের আসবাবে ধুলো জমতে দেবেন না। </li> <li>নিয়মিত শুকনা কোনো নরম কাপড় দিয়ে মুছে রাখতে পারলে ভালো। নয়তো সপ্তাহে দুই দিন অন্তত মুছে রাখুন। </li> <li>খুব ভেজা কিছু কাপড় দিয়ে একেবারেই কাঠের আসবাব মুছবেন না। প্রয়োজনে জল নিংড়ে আর্দ্র কাপড়ে মুছে নিন।</li> </ul> <p><strong>আসবাবের বার্নিশ নষ্ট হলে যা করণীয়</strong><br /> বিভিন্ন দামি কাঠের আসবাবের বার্নিশ অনেক সময়ই নষ্ট হয়ে যায়। খুব ছোট একটা পদ্ধতিতেই এ সমস্যার সমাধান টানা যায়।  চা খাওয়ার পর টি ব্যাগ ডুবিয়ে নিন পানিতে। তবে সেই চা যেন বেশ কড়া চা পাতা দিয়ে হয়, সেদিকে খেয়াল রাখুন। চা ঘরের তাপমাত্রায় এলে, টি ব্যাগ ফেলে দিয়ে পানিটুকুতে কাপড় ডুবিয়ে তা নিংড়ে নিন। একদম আর্দ্র কাপড়টি দিয়ে মুছে নিন পুরনো আসবাব। এতে রং উঠে যাওয়া বা বার্নিশ নষ্ট হয়ে যাওয়া কাঠের আসবাবে ফিরবে উজ্জ্বলতা।</p> <p><strong>কাঠের জিনিসে পানির দাগ</strong><br /> কাঠের জিনিসে যদি পানির দাগ পড়ে যায়, তাহলে তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এ সমস্যা সমাধানে পানির দাগ লাগা অংশে লাগিয়ে নিন টুথ পেস্ট (জেল পেস্ট নয়)। তারপর নরম কাপড় দিয়ে ঘষে নিন। পরে টুথপেস্ট তুলতে একটা হালকা আর্দ্র কাপড় নিন আর তা দিয়ে ঘষে তুলুন।</p> <p><strong>কাঠের আসবাবে কালি পড়লে</strong><br /> কাঠের আসবাবে যদি কালি পড়ে, তাহলে পানিতে গুলে নিন এক চা চামচ বেকিং সোডা। যেখান দাগ পড়েছে সেখানে লাগিয়ে নিন। তারপর নরম শুকনা কাপড় দিয়ে মুছে নিন। পরে আর্দ্র কাপড় দিয়ে মুছে ফেলুন। শেষে ফের শুকনা কাপড়ে মুছলে ভেজাভাব কেটে যাবে।</p>