<p>'ডেলিভারি ম্যান’ পদে ১ হাজার ৫০০ কর্মী নিয়োগ দেবে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে ৫ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে। </p> <p><br /> <strong>দায়িত্ব :</strong><br /> ক. সাইকেল/মোটরসাইকেলের মাধ্যমে কাস্টমারের ঠিকানায় পণ্য ডেলিভারি করা এবং পণ্যের মূল্য সংগ্রহ করা।<br /> খ. হোম ডেলিভারি পরিসেবার জন্য প্রস্তুত থাকা। কাস্টমারের তথ্য, বিক্রয় তথ্য, অন্যান্য অনুমোদন রিপোর্ট অফিসে সময়মতো পাঠানো।<br /> গ. বিভিন্ন ইস্যু সুপারভাইজারকে রিপোর্ট করা।<br /> ঘ. নির্দিষ্ট ঠিকানা থেকে পণ্য সংগ্রহ করে অফিসে নিয়ে আসা।<br /> ঙ. ব্যবস্থাপনা দ্বারা নির্ধারিত অন্যান্য প্রাসঙ্গিক কাজ করা।</p> <p><br /> <strong>বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা :</strong><br /> ক. প্রতি মাসে ১৩,৫০০ টাকা থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত আয়ের সুযোগ<br /> খ. পার্সেলপ্রতি কমিশন ২০ থেকে ৩০ টাকা<br /> গ. হাজিরা বোনাস ৩,৫০০ টাকা<br /> ঘ. উৎসব ভাতা<br /> ঙ. ফুয়েল বিল (মোটরসাইকেলের জন্য প্রযোজ্য)<br /> চ. দুর্ঘটনাজনিত চিকিৎসা সুবিধা<br /> ছ. জীবন বীমা সুবিধা</p> <p> </p> <p><strong>আবেদনের লিংক:</strong> <a href="https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1286566&ln=1&JobKeyword=daraz" target="_blank">https://bdjobs.com</a> </p>