<p>১৯ ধরনের পদে ১৯৬ জন বেসামরিক কর্মী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে ৪ থেকে ১৭ আগস্টের মধ্যে। বিবাহিত বা অবিবাহিত উভয়েই আবেদনের সুযোগ পাবেন।</p> <p> </p> <p><strong>পদ ও যোগ্যতা : </strong>ইমাম/আরটি পদে নেওয়া হবে তিনজন, যোগ্যতা—দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ পেয়ে ফাজিল পাস এবং দুই বছরের অভিজ্ঞতা।<br /> পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডাব্লিউভি) তিনজন, এসএসসি বা সমমান পাস এবং ধাত্রীবিদ্যা ও পরিবার পরিকল্পনা বিষয়ে সনদধারী। কমিউনিকেশন টেকনিশিয়ান (গ্রেড-৩) পাঁচজন, কম্পিউটার বা ইলেকট্রনিকস বিষয়ে ডিপ্লোমা পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের অভিজ্ঞতা। অফিস সহকারী সাতজন, এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা। ড্রাফটসম্যান চারজন, এসএসসি বা সমমান পাস এবং ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা ও দুই বছরের কাজের অভিজ্ঞতা। যানবাহন চালক একজন, এসএসসি পাস ও বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী ও ভারী যান চালনায় তিন বছরের অভিজ্ঞতা। কার্পেন্টার সাতজন, জেএসসি বা সমমান পাস এবং দুই বছরের অভিজ্ঞতা। কমিউনিকেশন টেকনিশিয়ান (গ্রেড-৪) ২৩ জন, কম্পিউটার বা ইলেকট্রনিকস বিষয়ে ডিপ্লোমা পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের অভিজ্ঞতা। সহকারী ওবিএম ড্রাইভার ৯ জন, এসএসসি বা সমমান পাসসহ সংশ্লিষ্ট সনদধারী ও এক বছরের অভিজ্ঞতা।<br /> ইলেকট্রিশিয়ান ১২ জন, এসএসসি বা সমমান পাসসহ সংশ্লিষ্ট সনদধারী ও দুই বছরের অভিজ্ঞতা। বুটমেকার তিনজন, জেএসসি বা সমমান পাস এবং দুই বছরের অভিজ্ঞতা। লস্কর দুজন, জেএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট কর্ম অভিজ্ঞতা। ওয়ার্ডবয় তিনজন, জেএসসি বা সমমান পাস। অফিস সহায়ক চারজন, জেএসসি বা সমমান পাস এবং দুই বছরের অভিজ্ঞতা। আয়া তিনজন, জেএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট কর্ম অভিজ্ঞতা। মালি দুজন, জেএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে কর্ম অভিজ্ঞতা। মেস ওয়েটার তিনজন, জেএসসি বা সমমান পাস। বাবুর্চি ৮০ জন, জেএসসি বা সমমান। পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ) ২২ জন, জেএসসি বা সমমান পাস।</p> <p>প্রার্থীর বয়স হতে হবে ১ অক্টোবর ২০২৪ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।</p> <p> </p> <p><strong>আবেদন যেভাবে : </strong>আবেদন করতে হবে <a href="http://joinborderguard.bgb.gov.bd" target="_blank">http://joinborderguard.bgb.gov.bd</a> ওয়েবসাইটে। বিজিবির ই-রিক্রুটমেন্ট প্রক্রিয়ার মোট ছয়টি ধাপে আবেদন জমা করতে হবে। যোগ্যতা পরীক্ষা, রেজিস্ট্রেশন, আবেদন ফি জমা, শিক্ষাগত যোগ্যতা যাচাই, ব্যক্তিগত তথ্য ইনপুট, প্রার্থীর ছবি আপলোড এবং প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়ার মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে।</p> <p> </p> <p><strong>পরীক্ষা পদ্ধতি :</strong> প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, লিখিত পরীক্ষা, ব্যাবহারিক পরীক্ষা (প্রয়োজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই ও নিয়োগ করা হবে।</p> <p> </p> <p><strong>যেসব কাগজপত্র লাগবে :</strong> শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, মূল প্রশংসাপত্র, অভিভাবকের সম্মতিপত্র, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতার সনদের মূলকপি, নাগরিকত্ব সনদের মূলকপি, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সনদের দুই কপি মূল সনদপত্র, সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ডে ল্যাব প্রিন্ট পাসপোর্ট রঙিন ছবি, এক কপি চেয়ারম্যান বা কাউন্সিলর কর্তৃক সত্যায়িত ও ১০ কপি সত্যায়ন ছাড়া, বৈবাহিক সনদের কপি (প্রযোজ্য হলে), জাতীয় পরিচয়পত্র ও প্রবেশপত্রের প্রিন্ট কপি। সব সনদের মূলকপির সঙ্গে এক কপি করে সত্যায়িত ফটোকপিও সঙ্গে রাখতে হবে।</p> <p> <br /> <strong>বেতন-ভাতা : </strong>নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল অনুসারে বেতন-ভাতা ও বিজিবির অন্যান্য সুবিধা পাবেন।</p>