<p style="text-align:justify">আগস্টের প্রথম সপ্তাহে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করা হবে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব ওবায়দুর রহমান। বুধবার (৩১ জুলাই) বিকেলে তিনি কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। </p> <p style="text-align:justify">পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে হতে পারে—এমন প্রশ্নের জবাবে সচিব ওবায়দুর রহমান বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল জুলাই মাসের শেষে প্রার্থীদের নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা। যেহেতু ভি-রোল ফরম পূরণ এখনো শেষ হয়নি, তাই এ মাসে সুপারিশ করা সম্ভব হচ্ছে না। ভি-রোল ফরম পূরণ শেষ হওয়ার পরপরই আমরা চূড়ান্ত সুপারিশ করব। আশা করা যায়, আগস্টের প্রথম সপ্তাহে চূড়ান্ত সুপারিশ করা হবে।’</p> <p style="text-align:justify">পঞ্চম গণবিজ্ঞপ্তির অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) পূরণের সময় আর বাড়ানো হবে কি না  জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রার্থীদের সুবিধার জন্য এর আগে একবার ভি-রোল পূরণের সময় বৃদ্ধি করেছি। আজ ভি-রোল পূরণের শেষ দিন। এরপর আর এর মেয়াদ বাড়ানো হবে না। চাকরির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের আজকের মধ্যে ভি-রোল ফরম জমা দিতে হবে।’</p> <p style="text-align:justify">জানা যায়, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ/সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) অনলাইনে পূরণ করে অবশ্যই অনলাইনে জমা দিতে হবে। এই লিংকে (https://scs.ssd.gov.bd/jobsecuritylogin) ক্লিক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের দেওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে প্রত্যেক প্রার্থীর মুঠোফোনে ইতিমধ্যে খুদে বার্তার মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড জানিয়ে দেওয়া হয়েছে।</p> <p style="text-align:justify">প্রার্থীদের কাছে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ভি-রোল ফরম পূরণ করা যাবে অথবা এনটিআরসিএর ওয়েবসাইটের পঞ্চম গণবিজ্ঞপ্তি নামের সেবা বক্সের অনলাইন পুলিশ ভেরিফিকেশন লগইন মেন্যুতে ক্লিক করে ফরম পূরণ করা যাবে।</p> <p style="text-align:justify">এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) হাতে হাতে, ডাকযোগে, কুরিয়ার সার্ভিসে কিংবা ই-মেইলে গ্রহণ করা হবে না। অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) পূরণ নির্দেশিকা পঞ্চম গণবিজ্ঞপ্তি নামের সেবা বক্সে পাওয়া যাবে। ফরমটি নির্ভুলভাবে পূরণ করে অনলাইনে জমা দিতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে কোনো প্রার্থী ভি-রোল ফরম জমা না দিলে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।</p> <p style="text-align:justify">বেসরকারি স্কুল, কলেজ ও মাদরায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক হিসেবে নিয়োগ পেতে আবেদন করেছিলেন ২৩ হাজার ৭৩২ প্রার্থী। তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে ২২ হাজারের কিছু বেশি প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করেছে এনটিআরসিএ।</p>