<p>৮ ধরনের পদে ১০ জন নিয়োগ দেবে কৃষি তথ্য সার্ভিস। রাজস্ব খাতভুক্ত এই পদগুলো ১২ থেকে ১৮তম গ্রেডের। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে ।</p> <p><strong>পদের বিবরণ:</strong><br /> ১. সহকারী সম্পাদক-১টি<br /> যোগ্যতা: স্নাতক ডিগ্রি। সাংবাদিকতা, সম্পাদনার অভিজ্ঞতাসহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে।<br /> বেতন স্কেল: ১১,৩০০–২৭,৩০০ টাকা (গ্রেড-১২)</p> <p>২. কম্পোজিটর-১টি<br /> যোগ্যতা: এইচএসসি পাস। যেকোনো খ্যাতনামা প্রেসে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রমধর্মী অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩৫ বছর ও শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। ব্যতিক্রমধর্মী প্রার্থীদের কম্পিউটার টাইপে বাংলায় ৩০ ও ইংরেজিতে ৩৫ শব্দ গতির দক্ষতা থাকতে হবে।<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)</p> <p>৩. ক্যারিয়ার কাম অ্যাকাউন্ট্যান্ট-১টি<br /> যোগ্যতা: এইচএসসি পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সামর্থ্য থাকতে হবে।<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)</p> <p>৪. প্রুফ রিডার-২টি<br /> যোগ্যতা: এইচএসসি পাস। যেকোনো খ্যাতিসম্পন্ন প্রেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রমধর্মী অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে (স্বনামধন্য প্রেস/দৈনিক পত্রিকায় প্রুফ রিডার হিসেবে কাজ করার ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা) বয়স ৩৫ বছর ও শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস।<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)</p> <p>৫. প্রেরক-২টি<br /> যোগ্যতা: এইচএসসি পাস। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)</p> <p>৬. পেইন্টার-১টি<br /> যোগ্যতা: এসএসসি পাস। ২ বছরের কমার্শিয়াল আর্ট এবং পেইন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রমধর্মী অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে (ডিজিটাল পেইন্টিং কাজে অন্যূন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে) শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস বা জেএসসি সনদ থাকতে হবে।<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)</p> <p>৭. কার্পেন্টার-১টি<br /> যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে কার্পেন্টার হিসেবে ট্রেড কোর্সের সনদসহ ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)</p> <p>৮. ডার্করুম সহকারী-১টি<br /> যোগ্যতা: এসএসসি পাস। যেকোনো খ্যাতিসম্পন্ন সরকারি/আধা সরকারি প্রতিষ্ঠানে অথবা স্বীকৃত প্রতিষ্ঠানে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রমধর্মী অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে (সিটিপি-কম্পিউটার টু প্লেট মেশিনে কাজ করার ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন) শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস/জেএসসি সার্টিফিকেট থাকতে হবে।<br /> বেতন স্কেল: ৮,৮০০-২০,০১০ টাকা (গ্রেড-১৮)</p> <p><strong>প্রার্থীর বয়স: </strong>৪ জুন ২০২৪ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থী, ক্ষুদ্রনৃগোষ্ঠীর প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।</p> <p><strong>আবেদন ফি: </strong>পদভেদে ফি  ১১২ থেকে ২২৩ টাকা (চার্জসহ)।</p> <p><strong>আবেদনের লিংক:</strong> <a href="http://ais.teletalk.com.bd" target="_blank">http://ais.teletalk.com.bd</a></p>