<p>২১ ধরনের পদে মোট ৭১৪ জন নিয়োগ দেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। রাজস্ব খাতভুক্ত এই পদগুলো ১২ থেকে ২০তম গ্রেডের। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে।<br /> <br /> <strong>পদের বিবরণ</strong><br /> ১. সিনিয়র নকশাবিদ-১টি<br /> যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বা ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।<br /> বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)<br /> <br /> ২. কম্পিউটার অপারেটর-৪টি<br /> যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।<br /> বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)<br /> <br /> ৩. পরিসংখ্যান সহকারী-১০২টি<br /> যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।<br /> বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)<br /> <br /> ৪. জুনিয়র পরিসংখ্যান সহকারী-৪১৬টি<br /> যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।<br /> বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)<br /> <br /> ৫. নকশাবিদ-১টি<br /> যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বা ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।<br /> বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)<br /> <br /> ৬. ইনুমারেটর-৭টি<br /> যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে  পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।<br /> বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)<br /> <br /> ৭. এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট-১০টি<br /> যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে  পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।<br /> বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)<br /> <br /> ৮. হিসাবরক্ষক-২টি<br /> যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। বেসিক কম্পিউটার কোর্স পাস হতে হবে।<br /> বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)<br /> <br /> ৯. ক্যাশিয়ার-৫টি<br /> যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। বেসিক কম্পিউটার কোর্স পাস হতে হবে।<br /> বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)<br /> <br /> ১০. ক্যাশিয়ার কাম ইউডিএ-১টি<br /> যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। বেসিক কম্পিউটার কোর্স পাস হতে হবে।<br /> বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)<br /> <br /> ১১. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-১০টি<br /> যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস<br /> বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)<br /> <br /> ১২. জুনিয়র নকশাবিদ-১টি<br /> যোগ্যতা: ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা ডিগ্রি<br /> বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)<br /> <br /> ১৩. ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর-৪৩টি<br /> যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)<br /> <br /> ১৪. ডুয়েল ডেটা অপারেটর-৩টি<br /> যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)<br /> <br /> ১৫. কম্পিউটার মুদ্রাক্ষরিক-৮টি<br /> যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)<br /> <br /> ১৬. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-১১টি<br /> যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)<br /> <br /> ১৭. গাড়িচালক-৫টি<br /> যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। হালকা বা ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে।<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)<br /> <br /> ১৮. মেশিনম্যান-১টি<br /> যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কোনো স্বীকৃত প্রিন্টিং প্রেসে মেশিনম্যান সহকারী হিসেবে অন্যূন দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।<br /> বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)<br /> <br /> ১৯. চেইনম্যান-৫৮টি<br /> যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।<br /> বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)<br /> <br /> ২০. অফিস সহায়ক-২৩টি<br /> যোগ্যতা: এসএসসি বা সমমান পাস<br /> বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)<br /> <br /> ২১. লোডার-২টি<br /> যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস<br /> বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)<br /> <br /> <strong>আবেদন ফি: </strong>পদভেদে ১১২ থেকে ২২৩ টাকা (চার্জসহ)।<br /> <strong>আবেদনের লিংক ও নিয়োগ বিজ্ঞপ্তি:</strong> <a href="http://bbs.teletalk.com.bd" target="_blank">http://bbs.teletalk.com.bd</a></p>