<p>অষ্টম, নবম ও দশম গ্রেডে ১৮ ধরনের পদে ৬৭০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। পেট্রোবাংলা ও এর অধীন প্রতিষ্ঠানগুলোতে এসব জনবল নেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে ১৯ মার্চ থেকে ১৮ এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে।  <br /> <br /> <strong>পদের বিবরণ :</strong><br /> ১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)<br /> পদ সংখ্যা: ১১৮টি<br /> বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা (গ্রেড-৯)। বিজিএফসিএলের ক্ষেত্রে ২৩,০০০-৫৫,৪৭০ টাকা (গ্রেড-৮)<br /> <br /> ২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (আইন)<br /> পদ সংখ্যা: ৭টি<br /> বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)<br /> <br /> ৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (অর্থ)<br /> পদ সংখ্যা: ৮৭টি<br /> বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)। বিজিএফসিএলের ক্ষেত্রে ২৩,০০০-৫৫,৪৭০ (গ্রেড-৮)<br /> <br /> ৪. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল)<br /> পদ সংখ্যা: ২০২টি (মেকানিক্যাল ৭১টি, ইলেকট্রিক্যাল ৪৭টি, সিভিল ২২টি, সিএসই/আইটি/আইসিটি ১৭টি, কেমিক্যাল ২২টি, পেট্রোলিয়াম ১১টি, আইপিই ৪টি, এমএমই ২টি, ইলেকট্রনিকস ৩টি, নেভাল আর্কিটেকচার ১টি ও টেলিকম ২টি)<br /> বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)। বিজিএফসিএলের ক্ষেত্রে ২৩,০০০-৫৫,৪৭০ টাকা (গ্রেড-৮)<br /> <br /> ৫. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (কারিগরি)<br /> পদসংখ্যা: ৩৫টি (জিওলজি ২০টি, জিও ফিজিকস ৭টি, কেমিস্ট্রি ৩টি, এনভায়রনমেন্ট ২টি ও মার্কেটিং ৩টি)<br /> বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)। বিজিএফসিএলের ক্ষেত্রে ২৩,০০০-৫৫,৪৭০ টাকা (গ্রেড-৮)<br /> <br /> ৬. পদের নাম: সহকারী কারিগরি কর্মকর্তা<br /> পদ সংখ্যা: ২টি<br /> বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)<br /> <br /> ৭. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা)<br /> পদ সংখ্যা: ৩টি<br /> বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)<br /> <br /> ৮. পদের নাম: সহকারী ড্রিলার<br /> পদ সংখ্যা: ১টি<br /> বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)<br /> <br /> ৯. পদের নাম: সহকারী কর্মকর্তা (প্রশাসন)<br /> পদ সংখ্যা: ৭৫টি<br /> বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)<br /> <br /> ১০. পদের নাম: সহকারী কর্মকর্তা (লাইব্রেরি)<br /> পদ সংখ্যা: ১টি<br /> বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)<br /> <br /> ১১. পদের নাম: সহকারী কর্মকর্তা (আইন)<br /> পদ সংখ্যা: ১টি<br /> বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)<br /> <br /> ১২. পদের নাম: সহকারী কর্মকর্তা (অর্থ)<br /> পদ সংখ্যা: ৫০টি<br /> বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)<br /> <br /> ১৩. পদের নাম: উপসহকারী প্রকৌশলী<br /> পদ সংখ্যা: ৭৮টি (মেকানিক্যাল ৩৬টি, ইলেকট্রিক্যাল ১৬টি, ইলেকট্রনিকস ২টি, সিভিল ১১টি, কম্পিউটার/আইটি ৩টি, অটোমোবাইল ১টি, কেমিক্যাল ১টি, পাওয়ার ১টি, এনভায়রনমেন্ট ১টি ও মাইনিং ৬টি)<br /> বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)<br /> <br /> ১৪. পদের নাম: সহকারী কর্মকর্তা (কারিগরি)<br /> পদ সংখ্যা: ২টি<br /> বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)<br /> <br /> ১৫. পদের নাম: সহকারী কর্মকর্তা (কেমিস্ট)<br /> পদ সংখ্যা: ১টি<br /> বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)<br /> <br /> ১৬. পদের নাম: সার্ভেয়ার<br /> পদ সংখ্যা: ৪টি<br /> বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)<br /> <br /> ১৭. পদের নাম: ট্রেইনি ড্রিলার<br /> পদ সংখ্যা: ২টি<br /> বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)<br /> <br /> ১৮. পদের নাম: নার্স/ব্রাদার<br /> পদ সংখ্যা: ১টি<br /> বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)<br /> <br /> <strong>নিয়োগ বিজ্ঞপ্তি:</strong> <a href="https://petrobangla.org.bd/sites/default/files/files/petrobangla.portal.gov.bd/notices/2f6095a0_5b1d_469e_92f1_1334c5dac9e4/2024-03-10-06-31-39eab440ba18bd79aa4db10ddb54f379.pdf" target="_blank">https://petrobangla.org.bd</a><br /> <strong>আবেদনের লিংক:</strong> <a href="http://bogmc.teletalk.com.bd" target="_blank">http://bogmc.teletalk.com.bd</a></p>