<p>এস্টেট বিভাগ ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে ২৩ ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যে। </p> <p><strong>শিক্ষাগত যোগ্যতা: </strong>যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, তবে এলএলএম/এলএলবি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। </p> <p><strong>অন্যান্য যোগ্যতা:</strong> জমির পরিমাপ, মিউটেশন, রেজিস্ট্রেশন, মালিকানা, জমি সংক্রান্ত কাগজপত্র/নথি এবং অন্যান্য সম্পদ সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। ইংরেজি এবং বাংলায় ভালো টাইপিং ক্ষমতাসহ কম্পিউটার ব্যবহারে দক্ষতা।</p> <p><strong>অভিজ্ঞতা:</strong> কমপক্ষে ৩ বছর।<br /> <strong>চাকরির ধরন: </strong>পূর্ণকালীন।</p> <p><strong>বেতন ও সুযোগ-সুবিধা:</strong> বেতন আলোচনা সাপেক্ষে। বেতনের পাশাপাশি থাকছে উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বীমা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, সুস্থতা কেন্দ্র সুবিধা, ডে কেয়ার সুবিধাসহ অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।</p> <p><strong>আবেদনের লিংক ও বিস্তারিত:</strong> <a href="https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1210003&ln=1" target="_blank">https://jobs.bdjobs.com</a></p>