kalerkantho

শনিবার । ৩ ডিসেম্বর ২০২২ । ১৮ অগ্রহায়ণ ১৪২৯ । ৮ জমাদিউল আউয়াল ১৪৪৪

ভিভোর নতুন স্মার্টফোনে যা থাকছে

অনলাইন ডেস্ক   

২২ আগস্ট, ২০২২ ১৫:১৫ | পড়া যাবে ২ মিনিটেভিভোর নতুন স্মার্টফোনে যা থাকছে

ভিভো নিয়ে এসেছে আরো একটি নতুন স্মার্টফোন। ভিভো ওয়াই ২২ এস মডেলের মিডরেঞ্জের এই স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ৬৮০ এসওসি। অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে ফুনটাচ ওএস ১২। এন্ড্রয়েড ১২-এর আদলে তৈরি করা ফুনটাচ ওএস ১২।

বিজ্ঞাপন

ফোনটিতে রয়েছে আট জিবি র‌্যাম। সেই সঙ্গে আরো ১৬ জিবি পর্যন্ত র‌্যাম লাগানো যাবে। এটিতে একশ ২৮ জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। আছে পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। ফোনটির পেছনে রয়েছে দুইটি ক্যামেরা। রয়েছে ৫০ মেগা পিক্সেলের সেন্সর।  সেলফির জন্য আছে ৮ মেগা পিক্সেলের  ক্যামেরা। ফোনটির আরো আছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।

ভিভোর দাবি, ফোনটি দিয়ে সাড়ে ২১ ঘণ্টা এইচডি ভিডিও দেখা যাবে। এছাড়াও এই ফোনে আছে- ওয়াইফাই, ব্লুটুথ ভি ফাইভ, জিপিএস, গ্লোনাস, এনএফসি, ওটিজি, এফএম রেডিও এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। ফেস এবং ফিঙ্গার প্রিন্ট দিয়ে ফোন লক করা যাবে। ফোনটির রয়েছে ছয় দশমিক ৬৬ ইঞ্চির ফুল এইচডি এলসিডি স্ক্রিন।

বর্তমানে ফোনটি শুধু ভিয়েতনামেই পাওয়া যাচ্ছে। দুটি রঙে পাওয়া যাচ্ছে ভিভোর এই নতুন ডিভাইসটি।

সূত্র : লাইভমিন্ট ডটকম।সাতদিনের সেরা