এবারের ৯৪তম অস্কারের আসরে ইতিহাস গড়েছে স্ট্রিমিং পরিষেবা ‘অ্যাপল টিভি+’। প্রথমবারের মতো কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে অ্যাপল টিভি+’র ‘কোডা’ সিনেমা অস্কারে জিতেছে ‘সেরা ছবি’র পুরস্কার। শুধু তা-ই নয়, এ ছাড়াও সিনেমাটি সেরা পার্শ্ব চরিত্র ও সেরা চিত্রনাট্যের জন্যও পেয়েছে অস্কার।
‘কোডা’ সিনেমাটি অ্যাপল টিভি+ কিনেছিল আড়াই কোটি ডলারে।
বিজ্ঞাপন
অ্যাপল টিভি+ চালু হয় ২০১৯ সালের নভেম্বরে। এটির মালিক অ্যাপল ইঙ্ক। তিন বছর পূর্ণ না হতেই অস্কার পেয়ে নিজেদের সামর্থ্য বুঝিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। সন্দেহ নেই এসব অর্জনে হলিউডের সব বাঘা বাঘা তারকারা ভবিষ্যতে অ্যাপল+এর কনটেন্টে কাজ করতে আগ্রহী হবেন।
সূত্র : গ্যাজেট ৩৬০