বাংলাদেশের মোবাইল ও কম্পিউটার এক্সোসরিজ বাজারে কিছু দিন আগেই যুক্ত হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ মোবাইল ও কম্পিউটার এক্সেসরিজ ব্র্যান্ড প্রোমেট। প্রোমেট বাংলাদেশে নিয়ে এসেছে অত্যাধুনিক প্রযুক্তির সব মোবাইল ও কম্পিউটার এক্সেসরিজ। এবার তারা দেশের জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপের সঙ্গে একটি ব্যাবসায়ীক চুক্তি স্বাক্ষর করেছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রমেট ব্র্যান্ডের মহা-ব্যবস্থাপক জনাব এ,কে,এম ফজলুর রহমান। এ বিষয়ে তিনি বলেন, আমরা বাংলাদেশের মোবাইল ও কম্পিউটার এক্সোসরিজ বাজারে একটা পরিবর্তন আনতে চাচ্ছি। আমরা চাই সাধ্যের মধ্যে অত্যাধুনিক প্রযুক্তির সব ডিভাইস দিতে। বর্তমান প্রেক্ষাপটে ডিজিটালাইজেশনের কোন বিকল্প নেই। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একটা জাতি উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রযুক্তির সহজলভ্যতার মাধ্যমে তাদেরকে নিজের মতো করে গুছিয়ে, এগিয়ে যাবে বহুদূর।
এ সময় আরো উপাস্থিত ছিলেন,প্রোমেটের জ্যেষ্ঠ কর্মকর্তা মোঃ রাকিব হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রিয়শপের ডেপুটি ম্যানেজার রবিউল ইসলাম রাজিব সহ প্রতিষ্ঠানের আরো অনেকে।
মন্তব্য