kalerkantho

রবিবার । ১২ আশ্বিন ১৪২৭ । ২৭ সেপ্টেম্বর ২০২০। ৯ সফর ১৪৪২

নেতিবাচক প্রভাব পড়েছে স্মার্টফোনের বাজারে

টেক প্রতিদিন ডেস্ক   

১০ সেপ্টেম্বর, ২০২০ ০৯:২৭ | পড়া যাবে ২ মিনিটেনেতিবাচক প্রভাব পড়েছে স্মার্টফোনের বাজারে

করোনা মহামারির প্রভাবে অন্যান্য খাতের মতো নেতিবাচক প্রভাব পড়েছে স্মার্টফোনের বাজারে। বাজার গবেষণাপ্রতিষ্ঠান স্ট্র্যাটেজি এনালিটিকসের মতে, এ বছর ১২৬ কোটি ইউনিট স্মার্টফোন বাজারে আসার কথা ছিল। তবে অবস্থাদৃষ্টে তা থেকে ১১ শতাংশ কমার সম্ভাবনা রয়েছে। যদিও বছরের শুরুতে যা অনুমান করা হয়েছিল তার চেয়ে এটা খানিকটা ভালো। কেননা তখন বলা হয়েছিল এ বছর বিশ্ববাজারে স্মার্টফোনের সরবরাহ ১৫ দশমিক ৬ শতাংশ কমতে পারে।

বিশ্লেষক লিন্ডা সুই এক প্রতিবেদনে লিখেছেন, করোনভাইরাসে প্রাদুর্ভাব এবং বিস্তারের প্রভাব পড়েছে স্মার্টফোনের বিশ্ববাজারেও। এর প্রভাবে প্রতিটি দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে। সবার জন্য এ বছর ব্যবসা পরিচালনা করা বেশ কঠিন। ফলে এ বছর স্মার্টফোনের চালান হ্রাস হবে।

স্ট্র্যাটেজি এনালিটিকসের এই গবেষকের মতে, এ বছর স্যামসাং ইলেকট্রনিকসের ২৬ কোটি ৫০ লাখ ফোন বাজারে আসবে, যা মোট বাজার আয়তনের ২১ শতাংশ। এর ফলে সরবরাহে শীর্ষস্থানে থাকবে স্যামসাং। অ্যাপল সরবরাহ করবে ১৯ কোটি ২০ লাখ স্মার্টফোন, ফলে বাজারে তাদের অংশীদারিত্ব থাকবে ১৫ দশমিক ৩ শতাংশ। এ কারণে গত বছর মোবাইল ফোন সরবরাহে দ্বিতীয় স্থানে থাকা হুয়াওয়ে এক ধাপ পিছিয়ে যাচ্ছে তৃতীয় স্থানে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার খড়্গ প্রতিষ্ঠানটিকে পিছিয়ে রাখছে। তবু হুয়াওয়ে ১৯ কোটি স্মার্টফোন বিশ্ববাজারে সরবরাহ করবে। ফলে বিশ্ববাজারে তাদের অংশীদারিত্ব থাকবে ১৫ দশমিক ১ শতাংশ। গিজ চায়না।

সূত্র : বিবিসি

মন্তব্যসাতদিনের সেরা