kalerkantho

বৃহস্পতিবার । ১৬ আশ্বিন ১৪২৭ । ১ অক্টোবর ২০২০। ১৩ সফর ১৪৪২

বিশ্বের প্রথম ৫জি ট্যাব, দুটো দুর্দান্ত মডেল আনছে স্যামসাং

অনলাইন ডেস্ক   

১২ আগস্ট, ২০২০ ১৫:১২ | পড়া যাবে ২ মিনিটেবিশ্বের প্রথম ৫জি ট্যাব, দুটো দুর্দান্ত মডেল আনছে স্যামসাং

ফ্ল্যাগশিপ স্মার্টফোনের পাশাপাশি গ্যালাক্সি স্মার্টওয়াচ এবং পরবর্তী প্রজন্মের তারবিহীন ব্লুটুথ এয়ারবাডস-এ বেশ মনোযোগী দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। এবার ট্যাবলেটে নজর দিল তারা। এবার এক জোড়া হাই-এন্ড ট্যাবলেট এনেছে স্যামসাং। এ দুটো গ্যারাক্সি ট্যাব এস৭ এবং গ্যালাক্সি ট্যাব এস৭ প্লাস। দুটো মডেলই ৫জি গতির ইন্টারনেট সংযোগ নিতে সক্ষম। 

এ দুটো মডেল নিয়ে টেলিভিশনে ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন দিয়েছে স্যামসাং। এতে সংক্ষেপে জানানো হয়, এর রিফ্রেশ রেট ১২০ হার্জ। এতে এস পেন দেখানো হয়েছে। এর মাধ্যমে স্ক্রিনে নিজের সৃষ্টিশীলতা দেখাতে পারবেন। এই ডিজিটাল কলমের মাধ্যমে বিভিন্ন উইন্ডোজ এবং প্রগ্রামে চলে যাওয়া সম্ভব। এই ভিডিওর শিরোনাম দেয়া হয়েছে 'ওয়ার্ক হার্ড, প্লে হার্ডার'। এই বিজ্ঞাপনে স্যামসাংয়ের দুটো ট্যাবে ভারী কাজ এবং গেমের দারুণ সমন্বয় দেখিয়েছে। 

দুটো মডেলেই বুক কভার কিবোর্ড অ্যাকসেসরি দেয়া হয়েছে। ফলে টাইপের কাজটা অনেক সহজ হয়ে আসবে। নতুন ডিজাইনের এই কিবোর্ড অপেক্ষাকৃত বড় আকারের ট্র্যাকপ্যাড দেবে। ফাংশন কি-তে শর্টকার্টও রয়েছে। গেমাররা ৫জি কানেকটিভির মজা পাবেন। মসৃণ এনিমেশনের জন্য রয়েছে দ্রুতগতির ১২০ হার্জের রিফ্রেশ। এতে ব্লুটুথ কন্ট্রোলার রয়েছে যা আলাদাভাবে কিনতে হবে। 

গ্যালাক্সি ট্যাব এস৭ প্লাস-এ রয়েছে ১২.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর রেজ্যুরেশন ১৭৫২x২৮০০। অন্য মডেলে অর্থাৎ গ্যালাক্সি ট্যাব এস৭-এ থাকছে ১১ ইঞ্চি এলসিডি পর্দা। স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস মোবাইল প্লাটফর্ম। এটাই চলতি বছরের সবচেয়ে শক্তিশালী চিপসেট। এর স্পিকার ডলবি অ্যাটমোস সারাউন্ড সাউন্ড দেবে। পেছনে ডুয়াল ক্যামেরা রয়েছে- একটি ১৩ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা এবং অপরটি ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সামনে থাকছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 

গ্যালাক্সি ট্যাব এস৭ প্লাসে থাকছে ১০০৯০এমএএইচ ব্যাটারি। এটি টানা ১৪ ঘণ্টা ভিডিও চালাতে সক্ষম। আর গ্যালাক্সি ট্যাব এস৭-এর ৮০০০এমএএইচ ব্যাটারি দিয়ে ১৫ ঘণ্টা ভিডিও চালানো সম্ভব। দুটো ট্যাবই ৪৫ ওয়াটের দ্রুতগতির চার্জ দেয়া যায়। দুটোতেই দুটো সংস্করণ রয়েছে। একটি ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের। অন্যটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের। উভয় মডেল পাচ্ছে অ্যান্ড্রয়েড ১০। 

দুটো ট্যাবই ২১ আগস্টে আমেরিকার নির্দিষ্ট কিছু বাজারে আনা হবে। তবে গ্যালাক্সি ট্যাব এস৭ এর ৪জি সংস্করণটা পাওয়া যাবে। 

মন্তব্যসাতদিনের সেরা