kalerkantho

শনিবার । ২১ চৈত্র ১৪২৬। ৪ এপ্রিল ২০২০। ৯ শাবান ১৪৪১

লিপ ইয়ারের লিপ ডে-তে গুগলের নয়া ডুডল

কালের কণ্ঠ অনলাইন   

২৯ ফেব্রুয়ারি, ২০২০ ১৫:৫০ | পড়া যাবে ১ মিনিটেলিপ ইয়ারের লিপ ডে-তে গুগলের নয়া ডুডল

আজ ফেব্রুয়ারির ২৯ তারিখ। চার বছর পর পর ফিরে আসে লিপ ইয়ারের বছর। আর ২৮ দিনের ফেব্রুয়ারির আজকের বাড়তি দিনটিকে বলা হয় লিপ ডে। এই বিশেষ দিনে নতুন এক ডুডল বানিয়েছে টেক জায়ান্ট গুগল। 

ডুডলে দেখা যায়, ইংরেজিতে গুগল বানানের প্রথম 'o' এর মাঝে ইংরেজিতে ২৮ লেখা রয়েছে। আর মাঝের 'o' টিকে বড় করা হয়েছে, তার মাঝেই রয়েছে লিপ ডে'র তারিখ। বানানের পরের ইংরেজি 'g' এর ওপরের অংশের গোল অংশে ফেব্রুয়ারিতে বাড়তি যোগ হওয়া একদিনের উল্লেখ রয়েছে। সবুজ, হলুদ ও গোলাপি রঙের ডুডলে যোগ করা হয়েছে অ্যানিমেশন। অক্ষরগুলো নির্দিষ্ট বিরতিতে লাফ দিচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা