ঢাকা, সোমবার ১১ আগস্ট ২০২৫
২৭ শ্রাবণ ১৪৩২, ১৬ সফর ১৪৪৭

ঢাকা, সোমবার ১১ আগস্ট ২০২৫
২৭ শ্রাবণ ১৪৩২, ১৬ সফর ১৪৪৭

চাঁদের মাটিতে প্রথম পা দিয়ে নীল আর্মস্ট্রং বলেছিলেন \'উই ডিড ইট\'

কালের কণ্ঠ অনলাইন
কালের কণ্ঠ অনলাইন
শেয়ার
চাঁদের মাটিতে প্রথম পা দিয়ে নীল আর্মস্ট্রং বলেছিলেন \'উই ডিড ইট\'

সেদিন চাঁদের মাটিতে প্রথম পা দিয়ে নীল আর্মস্ট্রং বলেছিলেন "উই ডিড ইট"। হ্যাঁ, আমরা পেরেছি। ৪৬ বছর আগে প্রথম পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের বুকে পা রেখেছিল মানুষ। এই ঐতিহাসিক দিনের গতকাল ৪৬ বছর হলো।



১৯৬৯ ভিয়েতনাম নিয়ে তোলপাড় বিশ্ব। মার্কিন 'আগ্রাসনে' পৃথিবীর বুক তখন গুলি ও বোমায় ক্ষতবিক্ষত। বাতাসে বিষাক্ত বারুদের গন্ধে শ্বাসরুদ্ধ পৃথিবী। ঠিক সেই সময় অন্য ভূমিকায় মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের দরবারে নতুন দিগন্ত খুলে দেয়।
চেনা গণ্ডি পেরিয়ে মানুষ মহাকাশ পাড়ি দেয় চন্দ্রাভিযানে। সৌজন্যে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশানাল অ্যারোনোটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA)। ঠিক আজকের দিনেই চাঁদে কোনো বুড়ি চরকা কাটে কিনা খোঁজ করার জন্য পা রেখেছিলেন নাসার তিন বিজ্ঞানী।

১৬ জুলাই ১৯৬৯, তিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন ও মাইকেল কলিন্সকে নিয়ে কেনেডি LC-39 A থেকে পাড়ি দেয় অ্যাপেলো ইলেভেন।
ঘড়িতে তখন ভারতীয় সময় সন্ধে ৭টাি ২। নীল আর্মস্ট্রং তাঁর বাঁ পা প্রথম চাঁদের বুকে পা রেখে বলেছিলেন "উই ডিড ইট"। প্রায় আড়াই ঘণ্টা ঘুরে বেড়ালেন তিনি। অলড্রিনও মহকাশ যান থেকে নেমে কিছুক্ষণ ঘুরলেন। সংগ্রহ করলেন সাড়ে ২১ কেজির 'পরশপাথর'।


৪৬ বছর আগে আজকের দিনে চাঁদের মাটিতে প্রথম পদার্পণ করেছিল মানুষ। আর এই ৪৬ বছরে ঘটে গিয়েছে মহকাশ গবেষণার বিপুল পরিবর্তন। এখন তো সৌরজগতের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি আমরা। প্লুটোর বুকে ভালোবাসার চিহ্ন রয়েছে সেদিন আমাদের কাছে অজানা ছিল কিন্তু সেদিন জানতে পেরেছিলাম চাঁদে কোনো চরকা বুড়ি নেই। আর ওই যে দাগগুলো যেগুলো চাঁদের কলঙ্ক বলে উপহাস করতাম সেগুলো যে আসলে পাহাড়-খাদ, সেদিনই জানতে পেরেছিলাম আমরা।
 

মন্তব্য

প্রতি মাসে সব কর্মীর বেতন পর্যালোচনা করেন এনভিডিয়া সিইও

এনডিটিভি
এনডিটিভি
শেয়ার
প্রতি মাসে সব কর্মীর বেতন পর্যালোচনা করেন এনভিডিয়া সিইও
ফাইল ছবি : এএফপি

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং জানিয়েছেন, তিনি প্রতি মাসে প্রতিষ্ঠানের ৪২ হাজার কর্মীর সবার বেতন পর্যালোচনা করেন, যা তার ব্যবস্থাপনা পদ্ধতির মূল অংশ।

অল-ইন পডকাস্টে তিনি আরো বলেন, প্রতিটি বেতন চক্র শেষে তিনি মেশিন লার্নিং ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে মাসিক বেতনের তথ্য বিশ্লেষণ করেন এবং প্রয়োজন অনুযায়ী সমন্বয় করেন।

হুয়াং বলেন, ‘আমাকে সবার বেতনের সুপারিশ পাঠানো হয়, আমি পুরো কম্পানির তালিকা দেখি, আর ১০০ শতাংশ ক্ষেত্রেই অপারেটিং ব্যয়ে বাড়তি বরাদ্দ দিই। মানুষের যত্ন নিলে বাকি সব ঠিক হয়ে যায়।

তার মতে, এই কৌশল শীর্ষ নেতৃত্ব ধরে রাখতে সহায়ক ভূমিকা রেখেছে। তিনি দাবি করেন, ‘আমার ব্যবস্থাপনা দলে আমি অন্য যেকোনো সিইওর চেয়ে বেশি বিলিয়নেয়ার তৈরি করেছি।’

গত বছর হুয়াং ফোর্বসের বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির তালিকায় স্থান পান এবং এ বছর ফরচুনের ব্যবসায় বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় শীর্ষে উঠে আসেন।

মন্তব্য

যেভাবে বাড়াবেন মোবাইল ফোনে ইন্টারনেট স্পিড

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
যেভাবে বাড়াবেন মোবাইল ফোনে ইন্টারনেট স্পিড
প্রতীকী ছবি

এই সময়ের দৈনন্দিন জীবনে ইন্টারনেট ছাড়া চলার কথা যেন কল্পনাই করা যায় না। কিন্তু হঠাৎ মোবাইল ইন্টারনেটের স্পিড কমে গেলে নানা গুরুত্বপূর্ণ কাজে সৃষ্টি হয় বিঘ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার থেকে শুরু করে অনলাইন ক্লাস, অফিসের জরুরি মেইল বা ভিডিও কনফারেন্স— সবকিছুতেই দেখা দেয় অসুবিধা, বাড়ে ভোগান্তি।

যদিও কিছু সাধারণ সেটিংস পরিবর্তন এবং কার্যকর কিছু পদক্ষেপ নিলেই মোবাইল ইন্টারনেটের ধীরগতির সমস্যা দূর করা সম্ভব।

দেখে নেওয়া যাক কীভাবে সহজে বাড়ানো যায় ইন্টারনেট স্পিড—

ফোন রিস্টার্ট করুন

মোবাইল ধীরগতিতে কাজ করলে প্রথমেই ফোনটি রিস্টার্ট করে দেখতে পারেন। এতে অনেক সময় ফোনের ব্যাকগ্রাউন্ড অ্যাপ, টেম্পোরারি বাগ এবং নেটওয়ার্ক সংযোগজনিত সমস্যা আপনা-আপনি সমাধান হয়ে যায়।

নেটওয়ার্ক মোড ঠিক করুন

নেটওয়ার্ক সেটিংসে গিয়ে চেক করুন ফোনটি ৪জি বা ৫জি মোডে রয়েছে কি না। অনেক সময় ২জি বা ৩জি মোডে থাকলে ইন্টারনেট স্পিড অপ্রত্যাশিতভাবে কমে যায়।

পদ্ধতি:

Settings > Mobile Network > Preferred Network Type > Select 4G/5G

ফোন আপডেট দিন

সফটওয়্যার আপডেট না দিলে ফোনের পারফরম্যান্স ও নেটওয়ার্ক উভয়ই প্রভাবিত হতে পারে। তাই ডিভাইসে কোনো আপডেট এলে দ্রুত সেটি ইনস্টল করে নিন।

ক্যাশ মেমোরি ও অপ্রয়োজনীয় ফাইল পরিষ্কার

মোবাইলের স্টোরেজ ভরে গেলে বা ক্যাশ জমে গেলে ফোন ধীরগতির হয়। ফলে ইন্টারনেট ব্যবহারে সমস্যা হয়।

পদ্ধতি:

Settings > Storage > Clear Cache/Data

ফ্লাইট মোড অন-অফ করুন

হঠাৎ স্পিড কমে গেলে ফোনের ফ্লাইট মোড কয়েক সেকেন্ডের জন্য চালু করে আবার বন্ধ করুন। এতে নেটওয়ার্ক রিফ্রেশ হয়ে ইন্টারনেট গতিতে উন্নতি আসতে পারে।

ব্রাউজার পরিবর্তন করুন

অনেক সময় ব্যবহৃত ব্রাউজারটি স্পিড কমানোর জন্য দায়ী হতে পারে। Chrome-এর বদলে Opera Mini, Firefox Lite ইত্যাদি হালকা ব্রাউজার ব্যবহার করে দেখতে পারেন।

স্পিড বুস্টিং অ্যাপ ব্যবহার

Google Play Store-এ বেশ কিছু অ্যাপ রয়েছে যা মোবাইল ইন্টারনেট স্পিড বাড়াতে সহায়ক হতে পারে।

তবে অ্যাপ ব্যবহারে সতর্ক থাকতে হবে— বিশ্বস্ত ও রেটিং ভালো এমন অ্যাপই ইনস্টল করা উচিত।

উল্লেখ্য, নির্দিষ্ট কোনো জায়গায় নেটওয়ার্ক সমস্যার জন্য ইন্টারনেট স্পিড কমে গেলে মোবাইল অপারেটরের কাস্টমার সার্ভিসে যোগাযোগ করাও কার্যকর হতে পারে।

মন্তব্য

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন ফিচার, পাবেন যেসব সুবিধা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন ফিচার, পাবেন যেসব সুবিধা
সংগৃহীত ছবি

হোয়াটসঅ্যাপ আরো এক ধাপ এগিয়ে গেল ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে। নতুন ভয়েস চ্যাট ফিচারের মাধ্যমে এবার আপনি সরাসরি মেটা এআইয়ের সঙ্গে রিয়েল টাইমে কথা বলতে পারবেন—একটি স্মার্ট, দ্রুত ও হ্যান্ডস-ফ্রি যোগাযোগের অভিজ্ঞতা। টাইপ করার ঝামেলা ছাড়াই জানতে পারবেন তথ্য, নিতে পারবেন সাহায্য, এমনকি ব্যাকগ্রাউন্ডেও চলবে এই ভয়েস চ্যাট!

এই আপডেট বিশেষভাবে কাজে আসবে ড্রাইভিং, মাল্টিটাস্কিং বা চলাফেরায় অসুবিধা থাকা ব্যক্তিদের জন্য। নতুন ইন্টারফেস, সহজ নিয়ন্ত্রণ এবং গোপনীয়তা সুরক্ষার মাধ্যমে এটি হয়ে উঠেছে আরো স্মার্ট ও নিরাপদ।

ডব্লিউবেটা ইনফোর তথ্য অনুসারে, আইওএস ২৫.২১.১০.৭৬ আপডেট ভার্সনটি আগামী সপ্তাহগুলোয় আরো ব্যাপকভাবে চালু হবে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চ্যাট ট্যাবে ওয়েভফর্ম আইকনে ট্যাপ করে মেটা এআইয়ের সঙ্গে একটি ভয়েস সেশন শুরু করতে পারবেন।

এ ছাড়া হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই ট্যাব থেকে মেটা এআই খোলার সময় স্বয়ংক্রিয়ভাবে ভয়েস চ্যাট শুরু করার জন্য সেটিং করতে পারবেন। এ সেটিংটি ডিফল্টরূপে বন্ধ থাকে, যা ব্যবহারকারীদের ভয়েস ইন্টারঅ্যাকশন কখন শুরু হবে তার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেয়।

কিছু ব্যবহারকারীকে অতিরিক্ত কোনো পদক্ষেপ ছাড়াই কল ট্যাব থেকে সরাসরি মেটা এআইয়ের সঙ্গে তাৎক্ষণিকভাবে একটি ভয়েস কথোপকথন শুরু করার অনুমতি দেয়।

আপডেট করা ইন্টারফেসে ব্যবহারকারীদের বিভিন্ন বিষয়ে কথোপকথন শুরু করতে সাহায্য করার জন্য আগে থেকেই একটি পরামর্শমূলক প্রম্পট যুক্ত করা রয়েছে। বিশেষ করে যারা মেটা এআইকে কী জিজ্ঞাসা করবেন বা বলবেন তা নিশ্চিত নন, তাদের জন্য দরকারি।

এ ছাড়া ব্যবহারকারীরা তাদের প্রশ্ন বা বার্তাগুলো দৃশ্যমান করার জন্য টেক্সট ইনপুট এরিয়ার মধ্যে তাদের গ্যালারি বা ক্যামেরা থেকে দ্রুত ছবি সংযুক্ত এবং শেয়ার করতে পারবেন।

‘কোলাপস’ আইকনে ট্যাপ করে ব্যবহারকারীরা অন্যান্য অ্যাপে স্যুইচ করার সময় মেটা এআইয়ের সঙ্গে ভয়েস চ্যাট ব্যাকগ্রাউন্ডে চলতে পারে। এটি মেটা এআইকে ব্যবহারকারীদের জোরে নোট পড়ার সময় বা ওয়েবসাইট ব্রাউজ করার সময় শুনতে এবং প্রতিক্রিয়া জানাতে সক্ষম করে; যা একটি নিরবচ্ছিন্ন, ফোন কলের মতো অভিজ্ঞতা তৈরি করে।

গুরুত্বপূর্ণ বা গোপনীয়তা হিসেবে ব্যবহারকারীরা মাইক্রোফোনটি নিঃশব্দ করতে পারবেন অথবা ক্লোজ বোতামটি ট্যাপ করে বা টেক্সট চ্যাটে ফিরে যাওয়ার মাধ্যমে ম্যানুয়ালি ভয়েস সেশনটি শেষ করতে পারবেন।

আইওএস-এ, যখনই কোনো অ্যাপ সক্রিয়ভাবে মাইক্রোফোন ব্যবহার করে, তখন স্ক্রিনের ওপরের ডান দিকে (সিগন্যাল এবং ব্যাটারি আইকনের কাছে) একটি কমলা বিন্দু দেখা যায়। এটি অ্যাপলের সিস্টেম-স্তরের গোপনীয়তা সুরক্ষার অংশ এবং হোয়াটসঅ্যাপসহ কোনো অ্যাপ দিয়ে এটি পরিবর্তন, লুকানো বা ওভাররাইড করা যাবে না।

এ নতুন ভয়েস চ্যাট বৈশিষ্ট্যটি টাইপ করার প্রয়োজনীয়তা দূর করে, বিশেষ করে মাল্টিটাস্কিং, ড্রাইভিং বা গতিশীলতার সমস্যাযুক্ত ব্যবহারকারীদের জন্য সহায়ক।

মন্তব্য

ওয়াই-ফাই রাউটারে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ওয়াই-ফাই রাউটারে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?
সংগৃহীত ছবি

বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতেই ওয়াই-ফাই ব্যবহৃত হয়, আর রাউটারটি ২৪ ঘণ্টায় সচল থাকে। অনেকেই আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে রাউটার বন্ধ করে দেন। তবে প্রশ্ন থাকে— রাতে রাউটার চালু থাকলেও, যদি কোনো ডিভাইস না চালানো হয়, তাহলে বিদ্যুৎ খরচ কতটা হয়? 

বাসায় আমরা নানা ধরনের বৈদ্যুতিক ডিভাইস ব্যবহার করি। মাস শেষে বিদ্যুৎ বিল দেখেই অনেক সময় হতাশ হতে হয়।

তাই কোন ডিভাইসটি কতটুকু বিদ্যুৎ খরচ করে তা জানা থাকলে ব্যবহারে সচেতনতা আনা যায়। এর ফলে বিদ্যুৎ খরচ কিছুটা হলেও কমানো সম্ভব।

একটি ওয়াই-ফাই রাউটারের বিদ্যুৎ খরচ খুব বেশি না। এসব রাউটার সাধারণত ৫ থেকে ২০ ওয়াটের হয়ে থাকে।

সুতরাং খুব বেশি বিদ্যুৎ খরচ করে না।

রাউটারে মাসে গড়ে ১০ ওয়াট বিদ্যুৎ খরচ হলে, মোট ২৪×৩০ = ৭২০ ঘণ্টা হয়। তাহলে বিদ্যুৎ খরচ দাঁড়ায়, ১০×৭২০ ওয়াট বা ঘণ্টা = ৭,২০০ ওয়াট বা ঘণ্টা। ৭,২০০÷১০০০ ইউনিট = ৭.২ ইউনিট।

এবার বিদ্যুৎ বিল প্রতি ইউনিট যদি হয় ৭ টাকা ৫০ পয়সা হয় তাহলে এক মাসে খরচ হবে ৭.২×৭.৫০ = ৫৪ টাকা। রাতের ১২ ঘণ্টা বন্ধ রাখলে বিদ্যুৎ খরচ হবে এর অর্ধেক, অর্থাৎ ২৭ টাকা।

বিশেষজ্ঞদের মতে, ওয়াই-ফাই রাউটার বারবার বন্ধ ও চালু করলে এর কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ