<p>বর্তমানে টিভি পর্দায় কিংবা ওটিটিতে রিয়ালিটি শো বহুল জনপ্রিয় একটি অধ্যায়। বিশ্বব্যাপী বিভিন্ন দেশের শোবিজ অঙ্গনে রিয়ালিটি শো ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছে। এক ঝাঁক নতুন মুখ নিয়ে প্রতিভা ঝালাইয়ের এই কর্মযজ্ঞ মানুষকে পর্দা থেকে চোখ সরাতে দেয় না। বাংলাদেশেও রিয়ালিটি শোয়ের চাহিদা ব্যাপক। বিদেশি  বিশেষ করে ভারতীয় রিয়ালিটি শো’র বিপুল চাহিদা রয়েছে দেশে। ইন্ডিয়ান আইডল থেকে শুরু করে সা রে গা মা পা (বাংলা ও হিন্দি) সহ বিভিন্ন অনুষ্ঠান গোগ্রাসে গেলে দেশি দর্শক। ঝলমলে সেট, বিস্তর আয়োজন, অনবদ্য সব প্রতিভায় মুগ্ধ হয় সবাই। সে মুগ্ধতার পাশে এক কোণে ঘাপটি মেরে থাকে আক্ষেপ— বাংলাদেশে কেন এমন হয় না!</p> <p>এখন হয় না, তবে হয়েছিল। ২০০৫ সালে যখন ‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ আয়োজিত হলো, দেশজুড়ে তৈরি হয়েছিল আলোড়ন। সে উন্মাদনার স্মৃতি এখনো অনেকের মানসপটে রয়েছে। পরবর্তী কয়েকটি সিজনেও ধারাবাহিকতা ধরে রেখেছিল এ রিয়ালিটি শো। এখান থেকে উঠে এসে সংগীতাঙ্গনে জায়গা করে নিয়েছেন বেশ কয়েকজন শিল্পী। এর মধ্যে উল্লেখযোগ্য সালমা আক্তার, সানিয়া সুলতানা লিজা, নিশিতা বড়ুয়া, সুলতানা ইয়াসমিন লায়লা প্রমুখ।</p> <p>প্রতিভা অন্বেষণে ‘ক্লোজআপ ওয়ান’ অবশ্য প্রথম আয়োজন নয়। এর বহু আগেই বিটিভিতে ‘নতুন কুঁড়ি’ দিয়ে এ পথের সূচনা। ১৯৭৬ সালে বিটিভিতে মোস্তফা মনোয়ারের নির্দেশনায় আয়োজনটি শুরু হয়েছিল। এখান থেকে অবশ্য অভিনয় ও নৃত্যশিল্পী উঠে এসেছে বেশি। তবে নতুন কুঁড়ি থেকে আসা সংগীতের উজ্জ্বলতম নাম সামিনা চৌধুরী।</p> <p>২০০৮ সালে দেশের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে নতুন রিয়ালিটি শো নিয়ে আসে চ্যানেল আই—‘সেরাকণ্ঠ’। প্রথম আসর দিয়েই আলোচনায় আসে এটি। এ আসরে বিজয়ী হন ঝিলিক।</p> <figure class="image"><img alt="কোথায় হারাল সেই সব রিয়ালিটি শো" height="300" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/10.October/17-10-2024/6_kaler-kantho--17-10-2024.jpg" width="500" /> <figcaption><sub>মিষ্টি হাসির সেই ইমরান মাহমুদুল</sub></figcaption> </figure> <p>তবে পরবর্তী ক্যারিয়ারে সাফল্যের আকাশ ছুঁয়েছেন দ্বিতীয় স্থান অধিকারী ইমরান মাহমুদুল। সেরাকণ্ঠের দ্বিতীয় আসরে বিজয়ী হয়ে সংগীতাঙ্গনে নিজের জায়গা করে নিয়েছেন সোমনুর মনির কোনাল। সাম্প্রতিক সময়ে এ আয়োজনটিও হারিয়েছে আবেদন। একই বছর আরেকটি মিউজিক্যাল রিয়ালিটি শো এনেছিল চ্যানেল আই—‘ক্ষুদে গানরাজ’। সেটিও পেয়েছিল অসামান্য সাড়া। দেশজুড়ে ক্ষুদেশিল্পীদের গান ছড়িয়ে গিয়েছিল ক্যাসেটের সুবাদে। এই আসর থেকেই উঠে এসেছেন গায়িকা সাবরিনা পড়শী। সময়ের পালাবদলে এ আয়োজনও হারিয়ে গেছে।</p> <figure class="image"><img alt="কোথায় হারাল সেই সব রিয়ালিটি শো" height="300" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/10.October/17-10-2024/3_kaler-kantho--17-10-2024.jpg" width="500" /> <figcaption><sub>‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর তিন বিচারক—পার্থ বড়ুয়া, ফাহমিদা নবী ও প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল</sub></figcaption> </figure> <p>গগনবিদারী আওয়াজ তুলে এরকম আরো অনেক রিয়ালিটি শো এসেছে দেশের টিভি পর্দায়। যেমন চ্যানেল নাইনের ‘পাওয়ার ভয়েস’, এসএ টিভির ‘বাংলাদেশি আইডল’, মাছরাঙার ‘ম্যাজিক বাউলিয়ানা’, আরটিভির ‘বাংলার গায়েন’ ইত্যাদি। কিন্তু ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি কোনোটিই। কেন? অনেকে বলেন, দর্শকের আগ্রহ কম। অথচ তারাই ভারতীয় রিয়ালিটি শোয়ের নিয়মিত দর্শক! অর্থাৎ দেশের রিয়ালিটি শোগুলোর উর্দির নিচে যে খাদ, তা সারানোর যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি। ভারত কিংবা আমেরিকান রিয়ালিটি শোগুলোর সেট ডিজাইন, সাউন্ড অ্যারেঞ্জমেন্ট, দৃশ্যায়নের নৈপুণ্য থেকে শুরু করে সেরা প্রতিভা খুঁজে আনার যে প্রয়াস, তা দেশের আয়োজনগুলোতে বরাবরই অনুপস্থিত। দায়সারা সংগীত আয়োজন, আনাড়ি সেট ডিজাইনে অন্তত এ সময়ে দর্শক আকৃষ্ট করা অসম্ভব।</p> <p>রিয়ালিটি শো অঙ্গনের বিশিষ্টজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের আয়োজনগুলোর পেছনে পর্যাপ্ত গবেষণা ও প্রস্তুতি থাকে না। দর্শকের চাহিদা ও বৈশ্বিক ট্রেন্ড অনুযায়ী পরিকল্পনার অভাবে এগোতে পারে না রিয়ালিটি শো। কেবল দর্শক নয়, প্রতিযোগী তথা মেধাবী শিল্পীদের আস্থাও হারিয়ে ফেলেছে এসব আয়োজন। এর পেছনে দায়সারা বিচারকার্য থেকে স্বজনপ্রীতির মতো অভিযোগের খবরও পাওয়া যায়। এছাড়া প্রান্তিক পর্যায়ে প্রচারণা ও অডিশনের ঘাটতিও অন্যতম অন্তরায়।</p> <figure class="image"><img alt="কোথায় হারাল সেই সব রিয়ালিটি শো" height="300" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/10.October/17-10-2024/5_kaler-kantho--17-10-2024.jpg" width="500" /> <figcaption><sup>সেই ছোট্ট সালমা এখনও তারকা</sup></figcaption> </figure> <p> </p> <p><strong>রিয়ালিটি শো থেকে তারকা</strong></p> <p>দেশে সংগীত বিষয়ক রিয়ালিটি শো ব্যর্থ, এটা বলার সুযোগ নেই। এসব আয়োজন থেকে অনেক শিল্পী পেয়েছে ইন্ডাস্ট্রি। এর মধ্যে পোস্টারবয় বলা চলে ইমরানকে। ২০০৮ সালে তিনি চ্যানেল আই সেরাকণ্ঠে রানারআপ হয়েছিলেন। বছর তিনেক পর ‘স্বপ্নলোকে’ অ্যালবাম দিয়ে নিজের ক্যারিয়ার পাকা করেন। গত কয়েক বছর ধরে দেশের চলচ্চিত্র ও মিউজিক ভিডিও বাজারে চলছে তাঁরই রাজত্ব। ক্ষুদে গানরাজ থেকে বের হয়ে ২০১০-এ নিজের নামেই অ্যালবাম আনেন পড়শী। পরে হয়ে ওঠেন সময়ের অন্যতম জনপ্রিয় নারী কণ্ঠশিল্পী। ক্যাসেট-সিডি যুগে সালমা আক্তার পেয়েছেন দারুণ জনপ্রিয়তা। ক্লোজআপ ওয়ান থেকে উঠে এসে দেশজুড়ে পরিচিতি লাভ করেছেন তিনি। এখনো চলছে তাঁর গানের রথ। সেরাকণ্ঠে চ্যাম্পিয়ন হয়ে সংগীতাঙ্গনে আসেন সোমনুর মনির কোনাল। এখন তিনি সাফল্যের সঙ্গে গান করে যাচ্ছেন নিয়মিত।</p>