<p>রায়হান রাফি পরিচালিত ‘মায়া’ নামের একটি ওয়েব সিনেমার বিশেষ প্রদর্শনীতে দীঘিকে দেখে অনেকটা অবাক হয়েছেন সিনেপ্রেমীরা। দুই বছর আগেই রাফির বিরুদ্ধে অভিযোগ তোলা দীঘি এখন রাফিতেই মত্ত। তবে কি রাফী-দীঘির বিবাদ মিটল! দীঘির মন্তব্যেও সেটাই স্পষ্ট হচ্ছে।</p> <p>রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমায় কাজ করার কথা ছিল দীঘির। কিন্তু তার বদলে তমা মির্জার নাম আসতেই সে সময় ক্ষোভ প্রকাশ করে অভিযোগের তীর ছোড়েন এ অভিনেত্রী। সে সময় দীঘি জানান, নানা সময়ে ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার হয়েছেন। রায়হান রাফি তাকে সিনেমায় নির্বাচিত করেও পরে বাদ দিয়েছেন। তবে দীঘির এ অভিযোগ সরাসরি নাকচ করেন নির্মাতা। তিনি বলেন, ‘দীঘি নিজেই আমার সঙ্গে কথা বলে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছে। এ নিয়ে আমার সঙ্গে কথা বলেছে, আমার অফিসে এসেছে। এর মানে এই নয় যে, তাকে চূড়ান্ত করা হয়েছে।’ </p> <p>এরপর থেকে এ নির্মাতা আর অভিনেত্রীকে একসঙ্গে কোথাও দেখা যায়নি। এমনকি দীঘি নিজেকে আমূল বদলে ফেলেছেন। আগের চেয়ে ফিট হয়েছেন, টিকটকও বাদ দিয়েছেন বললেই চলে। অবশেষে একই অনুষ্ঠানে দেখা গেল রাফি আর দীঘিকে। তাহলে কি রাফির সিনেমায় দেখা যাবে দীঘিকে? এমন প্রশ্নের জবাবে দীঘি বলেন, ‘সেটা রাফিই ভালো উত্তর দিতে পারবেন। ভালো গল্প, চরিত্র হলে আমার পক্ষ থেকে কাজ করতে কোনো অসুবিধা নেই। যদি আমাকে তার সিনেমার জন্য যোগ্য মনে করেন তাহলে নেবেন।’</p> <p>বেশ কিছুদিন ধরেই অভিনয়ে নেই প্রার্থনা ফারদিন দীঘি। ব্যস্ত আছেন ফটোশুট ও বিভিন্ন ব্র্যান্ডের প্রচারের কাজে। দীঘিকে সর্বশেষ দেখা গেছে ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমায়। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটিতে দীঘি ছাড়াও অভিনয় করেছেন গাজী আব্দুন নূর, সুব্রত বড়ুয়া, মিলি বাশার, সাদিয়া শিমুল প্রমুখ।</p>