<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত ৫ আগস্ট পতন হয়েছে দেশের স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনার। তার পর থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানপ্রধানরা পদত্যাগ করছেন। গত ১২ আগস্ট পদত্যাগ করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আগের সরকারের আমলেও তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ ছিল।</p> <p>এবার তাকে অব্যাহতি দিয়েছে দেশের ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংগঠন। তিনি এত দিন বর্তমান কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।</p> <p>লাকীকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘গত ৫ সেপ্টেম্বর কার্যনির্বাহী কমিটির এক সভায় তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়। গঠনতন্ত্রের ১৪.১.৪ ধারা মোতাবেক তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’</p> <p>এরই মধ্যে অভিনয়শিল্পী সংঘের নানা কার্যক্রম বিরুদ্ধে সংস্কার দাবি করেছে অভিনয়শিল্পীদের একটি দল। তারা বেশ কিছু সভা-সমাবেশও করেছে। তাদের দাবি প্রসঙ্গে নাসিম বলেন, ‘বিষয়টি নিয়ে আমাদের আলোচনার সুযোগ রয়েছে। তাই আলোচনার মাধ্যমে সমাধান হবে। পাশাপাশি আগামী ২৮ সেপ্টেম্বর আমরা সাধারণ সভার ডাক দিয়েছি। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’</p>