<p>জনগণের চাপে শেখ হাসিনা পালিয়া যাওয়ার এক মাস হলো আজ। গত মাসের আজকের দিনে পতন ঘটে সরকারের। এদিন সরকার পতন না হলে আয়নাঘরে থাকতেন বলে মন্তব্য করেছেন তাসরিফ।</p> <p>ছাত্র-জনতার বিজয়ের মাস পূর্তির দিন নিজের ফেসবুকে তাসরিফ লিখেছেন, ‘৩৬শে জুলাই (৫ আগস্ট) স্বৈরাচারের পতন না হলে আজকে আয়নাঘরে থাকতাম।’</p> <p>তাসরিফের পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই সহমত প্রকাশ করেছেন তার সঙ্গে। একজন লিখেছেন, অসংখ্য মানুষের ঠিকানা হতো আয়নাঘর। আরেকজন লিখেছেন, সত্যি কথায় বলছেন ভাই।</p> <p>বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন গায়ক তাসরিফ খান। গান গেয়ে অনুপ্রেরণা জুগিয়েছিলেন ছাত্রদের। এ জন্য খেসারতও দিতে হয়েছে। শেখ হাসিনা সরকারের আশীর্বাদপুষ্টদের দ্বারা নির্যাতনের শিকার হতে হয়েছে গায়ককে।</p>