<p><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,"sans-serif""><span style="font-family:"Nirmala UI","sans-serif"">দুই দিন হলো ঘটছে এই কাণ্ড। ফেসবুকে ভেসে আসছে সবার পুরনো ছবি। ছবিগুলো</span> <span style="font-family:"Nirmala UI","sans-serif"">দেখে</span> <span style="font-family:"Nirmala UI","sans-serif"">হঠাৎ</span> <span style="font-family:"Nirmala UI","sans-serif"">করেই</span> <span style="font-family:"Nirmala UI","sans-serif"">সামাজিক</span> <span style="font-family:"Nirmala UI","sans-serif"">যোগাযোগ মাধ্যমে</span> <span style="font-family:"Nirmala UI","sans-serif"">যুক্ত</span> <span style="font-family:"Nirmala UI","sans-serif"">থাকা মানুষদের</span> <span style="font-family:"Nirmala UI","sans-serif"">চিনতে</span> <span style="font-family:"Nirmala UI","sans-serif"">কষ্ট</span> <span style="font-family:"Nirmala UI","sans-serif"">হয়। সেসব পুরনো ছবি নিয়ে ঘটছে নানা রকম মজার ঘটনা। </span> <span style="font-family:"Nirmala UI","sans-serif"">বিশেষ করে তারকাদের ছবি নিয়ে ভক্তদের মাঝে সাড়া পড়েছে। ভক্তরা</span> <span style="font-family:"Nirmala UI","sans-serif"">তাদের</span> <span style="font-family:"Nirmala UI","sans-serif"">এক</span> <span style="font-family:"Nirmala UI","sans-serif"">যুগ</span> <span style="font-family:"Nirmala UI","sans-serif"">আগের</span> <span style="font-family:"Nirmala UI","sans-serif"">ছবির</span> <span style="font-family:"Nirmala UI","sans-serif"">নিচে</span> <span style="font-family:"Nirmala UI","sans-serif"">মন্তব্য</span> <span style="font-family:"Nirmala UI","sans-serif"">করছেন।</span> </span></span></p> <figure class="image"><img alt="1" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/05-11-2023/প্রিয়ম.jpg" width="1000" /> <figcaption>সংগীতশিল্পী জেফার, অভিনেতা শিপন মিত্র ও অভিনেত্রী প্রিয়ম</figcaption> </figure> <p>সেসব ছবি অনেকে পোস্ট করেছেন ফেসবুকের নানা গ্রুপে। অনেকে আবার মজার ছলে জানাচ্ছেন প্রতিবাদও। তবে বিষয়টি আন্তরিকতার সঙ্গে নিয়েছেন বেশির ভাগ তারকা। একেকজনের ছবির বয়স ১০-১২ বছর। আবার উল্টো ঘটনাও ঘটছে। যেমন সংগীতশিল্পী সিঁথি সাহা নিজেই পুরনো ছবি পোস্ট করেছেন নিজের আইডিতে। বলেছেন, ‘২০১০-এ এমন ছিলাম, নিজের ছবি নিজেই নাড়া দিলাম।’ বলা যায়, এই সুযোগে এই শিল্পীর ১৪ বছর আগের ছবি দেখলেন ভক্তরা।</p> <figure class="image"><img alt="1" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/08/29/my1186/dndK.jpg" width="1000" /> <figcaption>অভিনেতা ইরফান সাজ্জাদ, সংগীতশিল্পী সিঁথি সাহা এবং লেখক সাদাত হোসাইন</figcaption> </figure> <p> </p>