<p>ভারতীয় ঐতিহাসিক বীর যোদ্ধা রাজা ছত্রপতি শিবাজীর পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘ছাবা।’ এতে মুল ভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল। সোমবার (১৯ আগস্ট) সিনেমাটির প্রথম টিজার প্রকাশ্যে আসে। আর টিজার প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন ভিকি।</p> <p>ভিকি কৌশলের ‘ব্যাড নিউজ’ সম্প্রতি বক্স অফিসে সাফল্য পেয়েছে। ১০০ কোটি আয় তুলে নিয়েছে সিনেমাটি। এরইমধ্যে এলো তার নতুন সিনেমার টিজার। মারাঠা সাম্রাজ্যের ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ছাবা’তে ভিকির অভিনয় আর লুক দেখে সন্তুষ্ট ভক্ত অনুরাগীরা। টিজার দেখার পর থেকে সবার মুখে মুখে ভিকির প্রশংসা।  </p> <p><iframe frameborder="0" height="750" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="no" src="https://instagram.com/reel/C-1v4aFSluO/embed" width="400"></iframe></p> <p>সোমবার ইনস্টাগ্রামে সিনেমাটির পোস্টার শেয়ার করেছেন অভিনেতা। সেখানে ছাবায় তার লুক প্রকাশ্যে এসেছে। তার শেয়ার করা পোস্টারে দেখানো হয়েছে যে সোমবার সিনেমাটির টিজার প্রকাশ্যে এসেছে। পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে ভিকি লেখেন, ‘অটুট, অজেয়। একটি সাম্রাজ্যকে রক্ষা করার সাহস ‘ছাবা’। আজ এর টিজার মুক্তি পাবে। প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৬ ডিসেম্বর।’</p> <p>এদিকে টিজার প্রকাশের পর থেকেই দর্শকরা প্রশংসা করছে ভিকির। কেউ বলছেন, একদম পারফেক্ট কাস্টিং হয়েছে। এই চরিত্রে ভিকিই উপযুক্ত। কেউ বা বলছেন বক্স অফিসে নতুন রেকর্ড করতে যাচ্ছেন ভিকি।</p> <p>লক্ষ্মণ উতেকার পরিচালিত ‘ছাবা’ ভারতীয় যোদ্ধা-রাজা ছত্রপতি শিবাজীর পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত। এতে ভিকি কৌশল ছাড়াও রয়েছেন অক্ষয় খান্না, আশুতোষ রানা এবং দিব্যা দত্ত। এছাড়া সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে রাশ্মিকা মান্দানাকে।</p>