<p>নোরা ফাতেহি বর্তমানে বলিউডের অন্যতম একজন ফ্যাশন আইকন। দিনদিন নোরার আকর্ষণীয় লুক ও ফিগারে মুগ্ধ হয়ে উঠছে গোটা বলিউড। আবেদনময়ী সব অভিনেত্রীকে টক্কর দিয়ে নোরা ধীরে ধীরে উঠে এসেছেন শীর্ষস্থানে। একাধিক চলচ্চিত্রেও নোরার অভিনয় ও নাচ নজর কেড়েছে দর্শকের। এমনকি নাচের রিয়ালিটি শোয়ে বিচারকের আসনেও জায়গা পেয়েছেন নোরা।</p> <p>কিন্তু মুম্বাই শহরে এসে ক্যারিয়ার গড়ার পথ সহজ ছিল না এই অভিনেত্রীর। কানাডা থেকে মুম্বাই এসে নিজের ভিত তৈরি করতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল নোরাকে। প্রায়ই নিজের অতীত তিক্ততার কথা শেয়ার করেন নোরা। সম্প্রতি এক সাক্ষাৎকারেও ভয়ার্ত অতীতের কথা স্মরণ করলেন অভিনেত্রী। জানালেন, এক ফ্ল্যাটে ৯ জনের সঙ্গেও থাকতে হয়েছে তাকে।</p> <figure class="image"><img alt="4" height="535" src="https://imagesvs.oneindia.com/ph-big/2024/06/actress-nora-fatehi-shared-latest-pics-in-short-dress-see-her-stunning-poses1718883885_2.jpg" width="500" /> <figcaption><sup><em>নোরা ফাতেহি</em></sup></figcaption> </figure> <p>সাক্ষাৎকারে নোরা বলেন, “পকেটে মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে ভারতে এসেছিলাম আমি। ভারতে এসে একটি তিন কামরার ফ্ল্যাটে উঠেছিলাম। তিন কামরার সেই ফ্ল্যাটে ৯ জন মানসিকভাবে অসুস্থ মানুষের সঙ্গে থাকতাম আমি। আমার ঘরে আরো দুটি মেয়ে থাকত। সেই সময় ভাবতাম, ‘এ আমি কোথায় এসে পড়লাম!’ এখনো ভাবলে ভয় লাগে।”</p> <p>খাওয়াদাওয়ার সঙ্গেও সেই সময় আপস করতে হয়েছিল নোরাকে। খাবার বলতে ছিল শুধু ডিম আর পাউরুটি। যা রোজগার হতো, তার অধিকাংশই দিয়ে দিতে হতো তাঁর ‘ট্যালেন্ট এজেন্সি’কে। নোরার কথায়, “খুব কঠিন সময় ছিল সেটা। এই লড়াইও খুব কষ্টের ছিল।”</p> <p>নিজের জীবনের গল্প তথ্যচিত্রে তুলে আনার কথা উল্লেখ করে নোরা বলেন, “কিভাবে নোরা নামে এক সাধারণ মেয়ে বলিউডে এলো এবং হিন্দি ভাষা শিখল, সব বাধা অতিক্রম করে, তা নিয়ে তথ্যচিত্র বানাতে চাই। তাকে লোকে বলেছিল, সে কিছুই করতে পারবে না। কিন্তু সবাইকে মিথ্যা প্রমাণ করে আজ সে বিশ্বের পরিচিত তারকা। এটাই আমার গল্প। সত্যিই তথ্যচিত্র বানানোর মতো কাহিনি।”</p> <p>২০১৮ সালে ‘দিলবার দিলবার’ গানের মাধ্যমে তুমুল খ্যাতি অর্জন করেন নোরা। এরপর একের পর এক হিট আইটেম গানে কোমর দোলাতে দেখা গেছে অভিনেত্রীকে। এ ছাড়া বেশ কিছু রিয়ালিটি শোয়ের বিচারক হিসেবেও হাজির থাকছেন অভিনেত্রী। অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ‘ম্যাডগাও এক্সপ্রেস’ চলচ্চিত্রে।</p>