<p>সবেমাত্র ‘জংলি’ সিনেমার শুটিং শেষ করেছেন চলচ্চিত্র তারকা সিয়াম আহমেদ। দেশের কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে কারফিউ এর কারণে ঘরবন্দী ছিলেন এই তারকা। এই সময়টা কাটিয়েছেন পরিবারের সঙ্গে। সময় দিয়েছেন সন্তানকে।</p> <p>এরইমধ্যে কথা হয় কালের কন্ঠের সঙ্গে। জানান একটা দমবন্ধ সময়ের মধ্যে দিয়ে পার করছেন এই কয়েকটি দিন। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হোক সেটাই চান। তবে কথায় কথায় জানালেন নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবর।  বলেন, এরইমধ্যে নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছি। অনেক বড় প্রজেক্ট। খুব তাড়াতাড়ি চরিত্র হয়ে উঠতে ট্রেনিং শুরু হবে। তবে এখনই সিনেমার নাম বা পরিচালকের নাম প্রকাশ করেননি সিয়াম।</p> <p>বলেন, ‘আপাতত এতটুকু বলতে পারি। একটা ভালো প্রজেক্টে যুক্ত হয়েছি। খুব তাড়াতাড়ি বিস্তারিত জানাবো। আপাতত এটা নিয়ে কিছুই বলতে পারছি না। তাহলে চুক্তিভঙ্গ হবে।’</p> <p>জংলির মুক্তি প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘আমাদের তো শুরুতে পরিকল্পনা ছিল গেল ঈদে মুক্তি দেয়ার। কিন্তু সেটা হয়নি। এখন আমরা ভাবছি আসছে অক্টোবরে পূজা উপলক্ষে মুক্তি দেয়ার। তবে সেটা নির্ভর করবে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করার উপরে।’</p> <p>তিনি জানান, ছবিটির পরিচালক এম রাহিম এ মাসেই পোস্ট প্রোডাকশনের কাজ করার জন্য ভারতে যাবেন। সেখানে কাজ শেষ করে ফিরলেই চুড়ান্ত হবে জংলির মুক্তির তারিখ।</p> <p>ছবিতে সিয়ামের সঙ্গে অভিনয় করেছেন শবনম বুবলী ও দিঘী। এছাড়া আছেন শহীদুজ্জামান সেলিমসহ অনেকেই।</p> <p> </p>