<p>বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে খলনায়ক হয়ে পর্দায় আসছেন অভিষেক বচ্চন। শাহরুখকন্যা সুহানা খানের আসন্ন চলচ্চিত্র ‘দ্য কিং’-এ ভিলেনরুপে হাজির হবেন অমিতাভপুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন অমিতাভ বচ্চন। </p> <p>একজন ভক্তের শেয়ার করা একটি পোস্ট নিজের এক্সে (টুইটার) শেয়ার করেছেন অমিতাভ যেখানে উল্লেখ করা রয়েছে যে অভিষেক শাহরুখের বিপরীতে ভিলেন হতে যাচ্ছেন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন শাহরুখকন্যা সুহানা খান।</p> <p>মঙ্গলবার (১৬ জুলাই) পোস্টটি শেয়ার করে অভিষেককে শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ। লিখেছেন, ‘শুভকামনা অভিষেক। এটাই সময়।’</p> <p><iframe frameborder="0" height="800" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="no" src="https://twitframe.com/show?url=https://twitter.com/SrBachchan/status/1813076107836727557" width="420"></iframe></p> <p>এর আগে ‘কাভি আলভিদা না  কেহেনা’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন অভিষেক বচ্চন। দুটি সিনেমাই ছিল ব্যবসাসফল। এবার শাহরুখ ও সুহানা খানকে নিয়ে তৈরি সুজয় ঘোষের নতুন সিনেমায় ভিন্ন রুপে দেখা যাবে তাকে।</p> <p>সম্প্রতি শাহরুখ খান তার এক্স অ্যাকাউন্টে (টুইটার) একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গেছে, সিনেমাটোগ্রাফার সন্তোষ শিবনের কান পুরস্কার প্রাপ্তিতে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আর সেই ভিডিওতেই শাহরুখের পাশের টেবিলে দেখা গেছে ‘দ্য কিং’-এর চিত্রনাট্য! সেখান থেকেই অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এর আগেই অবশ্য জানা গেছে যে শাহরুখ খান তার মেয়ের সিনেমায় অভিনয় করতে চলেছেন। মেয়ে সুহানাকে ক্যারিয়ারে ‘সুপারহিট’ দিতে চেষ্টার কমতি রাখছেন না কিং খান। তবে এবার অভিষেকের নাম প্রকাশ্যে আসায় ‘দ্য কিং’ ঘিরে দর্শক উন্মাদনা আরো বাড়বে, তা বলাই বাহুল্য।</p>