<p>ঈদে মুক্তির পর থেকে দেশজুড়ে তো বটে, আন্তর্জাতিক বাজারেও অসামান্য সাড়া পাচ্ছে রায়হান রাফীর ‘তুফান’। আমেরিকা-ইউরোপের দেশগুলোতেও হাউজফুল যাচ্ছে ছবিটির শো। এই ঝড়ে নতুন গতি দিতে আসছেন সংগীত তারকা হাবিব ওয়াহিদ। তাঁর কণ্ঠে আজ প্রকাশিত হবে ছবির গান ‘ফেঁসে যাই’।</p> <p>গানটি নিয়ে দর্শকদের মনে আগ্রহ রয়েছে আগে থেকেই। গানটি লিখেছেন তন্ময় পারভেজ। সুর-সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। এই গানের দৃশ্যে শাকিব খানের সঙ্গে মাসুমা রহমান নাবিলার প্রেম-রসায়ন দেখা যাবে।</p> <p>এদিকে মুক্তির পর থেকেই তুফান ঝড় চলছে সিনেমাহলে। দেশের বাইরেও শুরু হয়েছে ‘তুফান’ ঝড়। ভারতীয় চলচ্চিত্র বিশ্লেষক, সমালোচক তরণ আদর্শ জানিয়েছেন, ভারতে ৫ জুলাই মুক্তি পাচ্ছে তুফান। গত ২৮ জুন একযোগে ১৫টি দেশে রায়হান রাফী পরিচালিত তুফান মুক্তি পেলেও ভারতে এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি।</p>