<p>দুজনেই দক্ষিনের তুমুল জনপ্রিয় তারকা। সম্প্রতি ‘লিও’ সিনেমায় কাজ করেছেন একসঙ্গে। এরপর থেকেই দুজনকে ঘিরে একটা চাপা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে ভক্তকুলে। প্রেম করছেন থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণান! যদিও সম্পর্কের বিষয়ে কখনো মুখ খোলেননি উভয়ের কেউই। তবে যত দিন যাচ্ছে তাদের প্রেমের গুঞ্জন যেন বাস্তবে রুপ নিচ্ছে!</p> <p>সম্প্রতি বিজয় তৃষার কিছু ছবি ফাঁস হওয়ায় গুঞ্জনের পালে নতুন করে হাওয়া লেগেছে। সোমবার (২৪ জুন) বিজয়ের জন্মদিন ছিল। অভিনেতার জন্মদিন উদযাপনের কিছু ছবি প্রকাশ্যে এনেছিলেন তৃষা। সেখান থেকেই নতুন গুঞ্জনের সূত্রপাত, একসঙ্গে বসবাস করছেন বিজয়-তৃষা! বিজয়ের বাড়ির লিফটে দেখা মিলল তৃষার।</p> <figure class="image"><img alt="1" height="500" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/saikot/Dev 2/448892325_985718976327493_6227570170950326082_n (1).jpg" width="400" /> <figcaption><sub><em>লিফটে একসঙ্গে বিজয়-তৃষা</em></sub></figcaption> </figure> <p>একাধিক ভারতীয় প্রতিবেদনে উঠে এসেছে, গত এক বছরে এই জুটিকে পর্দার বাইরেও একসঙ্গে বহুবার দেখা গেছে। কখনও বিমানবন্দরে, তো কখনও বিজয়ের বাড়িতে। আবার কখনও একই অনুষ্ঠানে তারা আলাদাভাবে উপস্থিত হয়েছেন। কিন্তু একই রঙের পোশাক পরে! দুই তারকার গোপন প্রেম আড়ালেই চলছে নিঃশ্বব্দে। যার আঁচ পেয়েছে শোবিজ অঙ্গন। সোমবার বিজয়ের জন্মদিন উদযাপনের পর বিজয়ের বাড়ির লিফটে তৃষাকে দেখা যেতেই প্রশ্ন উঠছে, তবে কি বিজয়ের সঙ্গে লিভ টুগেদার করছেন তৃষা? অনেকের দাবি, শুধু প্রেম নয় একত্র বসবাসও করছেন দুজন।</p> <p>২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘গিলি’ চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছেন বিজয় এবং তৃষা। দুজনের রসায়নে সিনেমাটি ব্লকবাস্টার হয়। সেই ধারা অব্যাহত থাকে ‘আথি’, ‘থিরুপাচি’ এবং ‘কুরুভি’র মতো চলচ্চিরত্রেও। তবে ২০০৮ সালের পর তারা জুটি বেঁধে অভিনয় বন্ধ করে দেন। কারণ, প্রথম সিনেমার সেই রসায়ন নাকি বাস্তব জীবনে ছায়া ফেলেছিল দুজনের। বিজয়ের পরিবার তার উপরে তৃষার সঙ্গে সিনেমা না করার শর্ত চাপিয়েছিল। সেই সময় তারা ঘোষণাও করেন, সবটাই গুজব। তারা শুধুই বন্ধু। </p> <p>তবে ১৫ বছর পর লোকেশ কানাগরাজের ‘লিও’তে ফের একসঙ্গে জুটি বাঁধেন দুজন। তখনই নতুন গুঞ্জন শুরু হয় যে লুকিয়ে প্রেম করছেন তারা। তবে এ প্রসঙ্গে এখনো কোনো মন্তব্য করেনি দুজনের কেউই। </p>