<p>ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘তুফান’। মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে সিনেমাটি। সোমবার (২৪ জুন) রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় ‘তুফান’ সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এদিন দর্শক সারিতে বসে সিনেমাটি দেখেন শাকিব খান, চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, রায়হান রাফীসহ সিনেমার কলাকুশলীরা।</p> <p>সিনেমাটি নিয়ে গণমাধ্যমে কথা বলেন শাকিব। এ সময় অভিনেতা জানান, তুফান ২০০ কোটি আয় করলে ৫০ কোটি তিনি নেবেন।</p> <p>শাকিব বলেন, “আজকে শুধু সিনেমা দেখতে এসেছি। আমি খুব অপেক্ষায় ছিলাম, কখন যাব, কখন সিনেমাটা দেখব। আমার দেশের সব মানুষকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, এত এত ভালোবাসা আর সাপোর্টের জন্য। ‘তুফান’ ১০০ কোটি আয় করলে আমার ২৫ কোটি। আর যদি ২০০ কোটি আয় করে তাহলে ৫০ কোটি আমার।”</p> <p>নির্মাতা রায়হান রাফী বলেন, ‘সিনেমাটি দেখেন, যা ভালো লাগে আমাদের বলেন। দোয়া করবেন, সামনে যেন আরো ভালো কিছু উপহার দিতে পারি দর্শকদের।’</p> <p>নব্বইয়ের দশকের একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে ‘তুফান’। সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন শাকিব। বাংলাদেশের প্রযোজনা সংস্থা চরকি, আলফা আই এবং ভারতের এসভিএফের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। ‘তুফান’ সিনেমায় শাকিব, মিমি, নাবিলা ও চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু ও মিশা সওদাগরসহ অনেকেই।</p>