<p style="margin-bottom:13px">আবারও কয়েক দিন হলো আলোচনায় চলচ্চিত্র তারকা পরী মনি ও শরীফুল রাজ। প্রেম, বিয়েবিচ্ছেদের পরেও যেন তাদের নিয়ে সবার আগ্রহের কমতি নেই। যদিও দুজনের বিচ্ছেদ হয়ে গেছে আরো বছরখানেক আগেই। এর পর থেকে ছেলে (রাজ্য) পরী মনির কাছেই রয়েছে। এদিকে বিচ্ছেদের পর থেকে তাদের দুজনের মুখ দেখাদেখি এবং যোগাযোগ বন্ধ ছিল। পরী মনির দাবি, রাজ তার কাছে ‘ডেড’।</p> <p>তবে জানা গেছে, সম্প্রতি পরী মনির বাসায় গিয়েছিলেন শরিফুল রাজ। বিষয়টি গণমাধ্যমে স্বীকার করেছেন চিত্রনায়িকা নিজেও। তবে এসব নিয়ে রাজের কোনো বক্তব্য পাওয়া যায়নি।</p> <p>এমন খবরের পরেই জানা গেছে, শুধু বাসায়ই গিয়েছেন এমন নয়, পরী মনি রান্না করেও খাইয়েছেন রাজকে। বিষয়টি নিয়ে পরী মনি মিডিয়ায় কোনো মন্তব্য না করলেও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাস ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে।</p> <p>আজ পরী ফেসবুকে একটি পোস্টে লিখেছেন : ‘যাকে আমার বাসার দারোয়ানই গেটে এলাও করবে না, সে স্বপ্নে আমার রান্না খায়।’ অভিনেতা শিমুল খান সেই পোস্টে কমেন্ট করেছেন, ‘কে খাইলো তোমার রান্না (স্বপ্নে)?’  সেখানে পরী ফিরতি কমেন্টে লিখেছেন : ‘আছে এক টোকাই। তার বিয়ের নিউজের চাপ ঢাকল আমাকে আর আমার ছেলেকে দিয়ে- কত বড় নিমকহারাম!’</p> <p>পরী মনির এমন স্ট্যাটাস নতুন গুঞ্জনের ইঙ্গিত দিচ্ছে। স্ট্যাটাসে পরী কারো নাম উল্লেখ না করলেও ভক্তরা ধারণা করছেন, এই স্ট্যাটাসে তিনি শরিফুল রাজের প্রতি ইঙ্গিত করেছেন। সে ক্ষেত্রে প্রশ্ন হলো- তাহলে কি রাজ পরী মনির বাসায় যাননি? পরীর এমন স্ট্যাটাসে ভক্তরাও দ্বিধায় পড়েছেন। কারণ বাসার দারোয়ান যদি অ্যালাও না করে, তাহলে শরিফুল রাজ পরীর বাসায় ঢুকলেন কিভাবে?</p> <p>বর্তমান নতুন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন পরী। এটি নির্মাণ করছেন অনম বিশ্বাস। চরিত্রটি পছন্দ হয়েছে পরীর। তাই শুটিং বেশ উপভোগ করছেন বলে জানান।</p> <p style="margin-bottom:13px"> </p>