<p>ঈদে মুক্তি পাবে সঞ্জয় সমদ্দারের ওয়েব ছবি ‘পয়জন’। ছবির টিজারে নজর কেড়েছেন তানজিন তিশা। তাঁর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।</p> <p><strong>‘পয়জন’-এর টিজার প্রকাশিত হওয়ার পর কেমন সাড়া পাচ্ছেন?</strong><br /> দারুণ। এতটা সাড়া পাব ভাবতেও পারিনি। টিজার প্রকাশিত হওয়ার পর থেকে একের পর এক ফোন পাচ্ছি, মেসেজ দিচ্ছেন অনেকেই। আমার পর্দা উপস্থিতি, নির্মাণ, গল্পের বিষয়—এসব নিয়ে সাধুবাদ জানাচ্ছেন সবাই। এমন হলে ভালো কাজ করার আগ্রহটা বেড়ে যায়। গত কয়েকটা দিন ‘পয়জন’ নিয়েই আছি বলতে পারেন। মুক্তির আগ পর্যন্ত ‘পয়জন’-এর প্রমোশনে থাকতে চাই। আমার বিশ্বাস, টিজার দেখে সবাই যখন এত পছন্দ করছেন, পুরো ছবিটা দেখলে তাঁরা বিমোহিত হবেন।</p> <p><strong>ছবিটির গল্প কেমন?</strong><br /> আমি এক চলচ্চিত্র অভিনেত্রীর চরিত্র করেছি। নাম রূপা মির্জা, তার জীবনে নানা চড়াই-উতরাই আছে। ফ্লপ নায়িকার তকমা থেকে একটা সময় সে সফলও হয়। জোটে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক সম্মাননা। কিন্তু এক দমকা হাওয়ায় আবার বিতর্কের বেড়াজালে আটকে পড়ে সে। তার জীবনে নেমে আসে নানা প্রতিকূল অবস্থা। জড়িয়ে পড়ে খুনের মামলায়ও।</p> <p><strong>চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করেছেন?</strong><br /> গল্প শোনার পর এ ধরনের বেশ কিছু চলচ্চিত্র দেখেছি। নায়িকাদের জীবনযাপনও রপ্ত করার চেষ্টা করেছি। আমাদের নাটক-সিনেমার গল্পে অনেক সময় বাস্তব জীবন উঠে আসে, তবে সব বাস্তবতা নির্মাতা চিত্রনাট্যে তুলে ধরতে পারেন না পারিপার্শ্বিক নানা কারণে। এখানেও তেমনটা হয়েছে। শুটিংয়ের আগে সঞ্জয় সমদ্দার দাদার সঙ্গে অনেকবার আলোচনা করে নিয়েছি। এমনকি শুটিং ফ্লোরেও আমাদের নানা বিষয় নিয়ে কথা হয়েছে। আমরা চেয়েছি রূপা মির্জা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠুক। কতটুকু পেরেছি সেটা ছবিটি মুক্তির পর দর্শক বিচার করবেন।</p> <p><strong>ঈদে আর কী কী আসবে আপনার?</strong><br /> ঈদে আর নতুন কিছু করার সময় পেলাম কই! তবে তিন-চারটা নাটকের শুটিং করেছি আগেই, সেগুলো ঈদে আসার কথা। এখন তো আমি নাটকও কম করছি। অনেক নাটকের প্রস্তাব ফিরিয়েও দিয়েছি। তা ছাড়া আমার মনে হয়, ঈদে একজন অভিনেত্রীর জন্য একটা ওয়েব ছবি, তিন-চারটা নাটকই যথেষ্ট।</p> <p><strong>একটা সময় জিয়াউল ফারুক অপূর্ব-আফরান নিশোদের সঙ্গে জুটি বেঁধে অনেক কাজ করেছেন। তাঁরা দুজনই এখন নাটক থেকে দূরে। আপনি তাহলে এখন কাদের সঙ্গে কাজ করছেন?</strong><br /> আমি তো সবার সঙ্গেই কাজ করছি। ঈদের জন্য তৈরি ওই তিন-চারটি নাটকে আমার সঙ্গে আলাদা আলাদা অভিনেতা অভিনয় করেছেন। গল্প পছন্দ হলে সহ-অভিনেতার বিষয়টি আমি নির্মাতার ওপরই ছেড়ে দিই। এটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার পড়ে না। তবে হ্যাঁ, ওই দিনগুলো খুব মিস করি। টানা কাজ করতাম অপূর্ব-নিশোদের সঙ্গে। দর্শকও নাটকগুলো পছন্দ করতেন।</p> <p><strong>শাকিব খানের ব্যবসাপ্রতিষ্ঠান ‘হারল্যান’-এ গিয়েছিলেন সম্প্রতি। তাঁর সঙ্গে কোনো ছবিতে দেখা যাবে নাকি!</strong><br /> এটার উত্তর তো দেব না! কথা ছিল শুধু ‘পয়জন’ নিয়ে কথা বলবেন। এর বাইরেও কয়েকটি প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছি। আর নয়। নতুন খবর হলে অবশ্যই জানাব। আগে থেকে কিছু বলতে চাই না।</p>