<p>বলিউড সুপারস্টার শাহরুখ খানকে ঘিরে গোটা দুনিয়ার ভক্ত-অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও থাকে সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে। দাম্পত্য জীবনে শাহরুখ ও গৌরী খানের তিনটি সন্তান। আরিয়ান, সুহানা ও আব্রাম। তিনজনই তাদের বাবা-মায়ের অত্যন্ত আদরের। তবে ছোট সন্তান হওয়ায় আব্রামের আদরের ভাগটা যেন একটু বেশি! শাহরুখ খান সব সময় আব্রামকে নিজের সঙ্গে রাখার চেষ্টা করেন। তাই মিডিয়ায় আব্রামকে নিয়ে আকর্ষণও বেশি। ভক্তদের মাঝে তাকে নিয়ে জানার কৌতূহলও বেশি।</p> <figure class="image"><img alt="1" height="300" src="https://filmfare.wwmindia.com/content/2023/sep/shahrukhkhanabramjawan11695445524.jpg" width="400" /> <figcaption><sub><em>আইপিএলের মাঠে শাহরুখের সঙ্গে আব্রাম</em></sub></figcaption> </figure> <p>বরাবরই সবার নজরের কেন্দ্রে এই স্টারকিড। জন্মলগ্ন থেকেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে সে। মিনি শাহরুখ বলেই পরিচিত আব্রাম। শাহরুখ খান বরাবরই আগলে রাখেন তাঁর ছোট পুত্রকে। কখনো শুটিং সেট, কখনো আবার খেলার মাঠ- শাহরুখের সঙ্গে দেখা মেলে আব্রামের। এ ছাড়া সামাজিক মাধ্যমেও মাঝেমধ্যেই ছোট ছেলেকে নিয়ে পোস্ট দিয়ে থাকেন কিং খান। সেই ছেলের পেছনে মাসে কত টাকা খরচ করেন শাহরুখ খান? চলুন জেনে নেওয়া যাক আব্রামের শিক্ষা ও আনুষঙ্গিক কিছু বিষয় সম্পর্কে।</p> <p>সুহানা খানের জন্মের ১৩ বছরের মাথায় জন্ম হয় আব্রামের। গতকালই ছিল তার ১১তম জন্মদিন। পরিবারের সবার চোখের মণি সে। ভারতীয় প্রতিবেদন ‍অনুসারে মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি স্কুলে পড়ে আব্রাম খান। ভারতের শীর্ষ ধনী ও তারকাদের সন্তানরা মূলত এই স্কুলেই নিজেদের শিক্ষাজীবন শুরু করে। এই স্কুলে আব্রামের মাসিক বেতন ১.৭ লাখ রুপি। এ ছাড়া লেখাপড়ার বিষয়ে বছরে ছেলের পেছনে ২৫ লাখের বেশি খরচ করে থাকেন শাহরুখ।</p> <figure class="image"><img alt="1" height="225" src="https://resize.indiatvnews.com/en/resize/newbucket/1200_-/2017/10/srk-greets-fans-on-eid-26418ea4-66de-11e7-95fb-ec6334583ea6-1507198813.jpg" width="400" /> <figcaption><sub><em>শাহরুখের কোলে আব্রাম</em></sub></figcaption> </figure> <p>এ তো শুধু স্কুল বাবদ খরচ, এ ছাড়া ছেলের গ্রুমের জন্যও একাধিক আয়োজন। বিলাসবহুল সব ধরনের সুবিধায় আচ্ছন্ন রাখা হয় তাকে। গৌরী খান থেকে শুরু করে সুহানা আরিয়ান, সবার নজর পরিবারের ছোট্ট সদস্যের ওপর। এখন আব্রাম লেখাপড়া নিয়েই ব্যস্ত। আরিয়ানের ব্র্যান্ডের মুখ হতেও দেখা যায়নি তাকে। পরিবারের সঙ্গে সব পার্টিতেও যায় না সে। খুব কম পার্টিতেই নজরে আসে আব্রামকে।</p> <p>সন্তানদের লেখাপড়া ও ক্যারিয়ার নিয়ে বরাবরই ভীষণ সচেতন শাহরুখ খান। শিগগিরই লেখক ও পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন শাহরুখপুত্র আরিয়ান খান। মেয়ে সুহানা খান ইতিমধ্যে বলিউডে অভিষেক করে ফেলেছেন। এখন দেখা বাকি ছোট্ট আব্রাম বড় হয়ে অভিনয় জগতে আসে, নাকি অন্য কিছুতে নিজের ক্যারিয়ার গড়ে। তবে ছেলের ইচ্ছা যা-ই হোক, শাহরুখ যে তার জন্য সব কিছু করতে প্রস্তুত, তা বলাই বাহুল্য।</p>