<p>২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত মিজানুর রহমান আরিয়ানের নাটক ‘বড় ছেলে’ রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিল সেই সময়। দর্শকদের মুখে মুখে ছিল নাটকটির চর্চা। দেশের নাটকের বিভিন্ন রেকর্ডের সূচনা হয়েছে এই নাটকের হাত ধরে। প্রথম কোনো বাংলা নাটক হিসেবে এটি ইউটিউবে এক কোটি দর্শকসংখ্যার মাইলফলক ছুঁয়েছিল। সেটিও সেই সময়ে মাত্র ৩৩ দিনে! যা ছিল ইউটিউবে বাংলাদেশি যেকোনো কনটেন্টের ক্ষেত্রে দ্রুততম কোটির ক্লাবে প্রবেশ।</p> <p>মুক্তির সাত বছর পেরিয়ে এখনো অনন্য ‘বড় ছেলে’। দর্শক ভিউয়ে এখনো এটিকে টপকাতে পারেনি কেউ। এবার তো আরো উচ্চতায় চলে গেল নাটকটি। নতুন এক মাইলফলক অর্জন করেছে নাটকটি। প্রবেশ করেছে পাঁচ কোটি ভিউয়ের ক্লাবে!</p> <p>বিষয়টি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত নির্মাতা আরিয়ান। তিনি বলেন, “অবাক লাগে ২০১৭ সালে প্রচারিত নাটক ‘বড় ছেলে’ সাত বছর পরে এসে এখনো সে অবস্থানেই আছে, যেখানে সে ছিল। আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় দর্শকদের প্রতি, যারা বড় ছেলেকে এত দূর নিয়ে এসেছেন। আমি অভিনন্দন জানাই আমার পুরো টিমকে।”</p> <p>আরিয়ান জানান, এর আগে বাংলাদেশের কোনো নাটক ইউটিউবে পাঁচ কোটির মাইলফলক ছুঁতে পারেনি।</p> <figure class="image"><img alt="4" height="225" src="https://www.unitednews24.com/wp-content/uploads/2017/09/Boro-chele-3.jpg" width="400" /> <figcaption><sub><em>বড় ছেলে নাটকের একটি দৃশ্যে মেহজাবীন ও অপূর্ব</em></sub></figcaption> </figure> <p>এক মধ্যবিত্ত পরিবারের বড় ছেলের ত্যাগ ও জীবনসংগ্রামের গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘বড় ছেলে’। যে পরিবারের দায়িত্বের কথা বিবেচনা করে যত্নে গড়া ভালোবাসার সম্পর্কেও ইতি টানে। নাটকের নাম ভূমিকায় আছেন জিয়াউল ফারুক অপূর্ব। তাঁর বিপরীতে রয়েছেন মেহজাবীন চৌধুরী। এতে তাঁদের দুজনের অভিনয় এতটাই হৃদয়স্পর্শী ছিল যে, ওই সময়ে নাটকটি দেখে চোখে ভিজেছিল অধিকাংশ দর্শকের। যেটার প্রমাণ এখনো রয়ে গেছে ইন্টারনেটে।</p> <p>‘বড় ছেলে’র গল্প লিখেছেন নির্মাতা আরিয়ান নিজেই। এতে অপূর্ব-মেহজাবীন ছাড়াও আছেন খালেকুজ্জামান, শেলি আহসান প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছে দৃক ও সিডি চয়েস।</p>