<p>ভারতজুড়ে এখন একটাই আলোচনা<span lang="DA" style="font-size:12.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">―</span></span>দেশটির শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে। মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠান আয়োজিত হয়েছে গুজরাটের জামনগরে। সেখানে যোগ দিতে বলিউড-হলিউডসহ দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনের সব খ্যাতনামা ব্যক্তি হাজির ছিলেন। এসেছিলেন বিল গেটস থেকে শুরু করে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। শচীন থেকে শুরু করে পোলার্ড, ক্রিকেটের সব মহাতারকা। রিহানা থেকে শুরু করে বলিউডের খ্যাতনামা তারকারা। আম্বানি পরিবারের এই মহোৎসবে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন বলিউডের তারকারা। </p> <p>আর যেখানে বলিউড, সেখানে শাহরুখ খান থাকবেন, তা বলাই বাহুল্য। এ ছাড়াও আম্বানি পরিবারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান। তবে বন্ধুত্ব যতই হোক, শাহরুখ খানের উপস্থিতির জন্য বেশ বড় অঙ্কের টাকাই গুনতে হয়েছে আম্বানিকে। ভারতীয় প্রতিবেদন অনুসারে, আম্বানিপুত্রের বিয়েতে নাচ-গান করতে সাত কোটি রুপি নিয়েছেন শাহরুখ খান। </p> <figure class="image"><img alt="1" height="375" src="https://img.etimg.com/thumb/width-1200,height-900,imgsize-1474764,resizemode-75,msid-108175039/magazines/panache/shah-rukh-khan-salman-khan-and-aamir-khan-rock-ambani-wedding-bash-with-epic-dance-moves-on-naatu-naatu-watch.jpg" width="500" /> <figcaption><sub><em>আম্বানির বিয়েবাড়িতে একসঙ্গে তিন খান</em></sub></figcaption> </figure> <p>তবে সাত কোটি রুপি নিলেও আম্বানিপুত্র অনন্ত আম্বানি বিয়েতে দামি উপহারও দিয়েছেন কিং খান। অনন্ত ছোটবেলা থেকেই শাহরুখের স্নেহধন্য। তাই অনন্তর বিয়েতে তাঁর পছন্দের একটি বিলাসবহুল গাড়িই উপহার দিয়েছেন শাহরুখ। জানা যাচ্ছে, প্রায় সাড়ে পাঁচ কোটি মূল্যের একটি দামি গাড়ি অনন্ত-রাধিকাকে উপহার দিয়েছেন শাহরুখ খান।</p> <p>এদিকে আম্বানি পরিবারের এই মহোৎসব ঘিরে ভারত তথা বিশ্বব্যাপী উন্মাদনার শেষ নেই। তিন দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া এই প্রাক-বিবাহের আয়োজনটি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়ের খেতাব জিতে নিয়েছে। প্রায় এক হাজার কোটি রুপি খরচ করে আয়োজন করা হয়েছে আম্বানিপুত্র অনন্ত ও রাধিকা মার্চেন্টের বিয়ের। যে আয়োজনে বাঘা বাঘা সব তারকা ব্যক্তিত্ব হাজির ছিলেন। আম্বানির বিয়েবাড়িতে এক মঞ্চে নাচতে দেখা গেছে শাহরুখ, সালমান ও আমির খানকে। একসঙ্গে উদযাপন করতে দেখা গেছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়াকে। সুরের তালে সবাইকে বিমোহিত করেছেন অরিজিৎ-শ্রেয়া ঘোষাল। মঞ্চ মাতিয়ে গেছেন বিশ্বের সবচেয়ে দামি পপতারকা রিহানা। দক্ষিণের তারকারাও মাতিয়েছেন আম্বানির মঞ্চ। সব মিলিয়ে যেন তারার হাট বসেছিল গুজরাটের জামনগরে। এ বছর জুলাই মাসের ১২ তারিখে হবে মূল বিয়ের আয়োজন। তখন ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা পড়বেন এই জুটি।</p>