<p style="margin-bottom:13px">প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘পটু’ মুক্তি পাবে আসছে ঈদুল ফিতরে। নতুন পরিচালক আহমেদ হুমায়ূনের পরিচালনায় এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা ইভান সাইর। এরই মধ্যে সিনেমার ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। এসেছে গানও। বছরখানেক আগে শুটিং শুরু হলেও অভিনয়শিল্পী থেকে শুরু করে অনেক কিছুই গোপন রেখেছেন নির্মাতা।</p> <p>তবে সদ্য প্রকাশ হওয়া ‘বিয়ে কেন হলো না’ গানের মধ্যে দেখা গেছে আলফা ও চন্দ্রবতী কথা খ্যাত অভিনেত্রী দিলরুবা দোয়েলকে। এসব সিনেমার পাশাপাশি নিয়মিত নাটক ও চলচ্চিত্রে দেখা যাচ্ছে তাঁকে। এরই ধারাবাহিকতায় দেখা মিলল ‘পটু’র গানে। তাহলে কি সিনেমাতেও আছেন এই অভিনেত্রী?</p> <p>কালের কণ্ঠকে দোয়েল বলেন, ‘এত দিন চুপচাপ ছিলাম। আমাদের আসলে নিষেধ ছিল। এখন যেহেতু গানে দেখা যাচ্ছে তাই সবাই নিশ্চয় বুঝে গেছেন আমি চলচ্চিত্রে আছি। তবে অনেক বড় চরিত্র না। স্বল্প সময়ের জন্য উপস্থিতি। তবে চরিত্রটা গুরুত্বপূর্ণ। এ কারণেই করা। আমি মনে করি, দীর্ঘ চরিত্রের চেয়ে নিজের অভিনয় প্রমাণ করার সুযোগ আছে এমন ছোট ও গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করাও অভিনেত্রীর কাজ।’</p> <figure class="image"><img alt="1" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/05-11-2023/দোয়েল.jpg" width="1000" /> <figcaption>‘পটু’ সিনেমায় অভিনয় করেছেন দোয়েল</figcaption> </figure> <p>ছবিটির পরিচালক আহমেদ হুমায়ূন জানান, দোয়েল বাবা হারানো একটা এতিম অসহায় গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রের নাম জমেলা। যেহেতু অসহায় মেয়ে তাই এই সুযোগে তাকে সবাই ব্যবহার করে। কিন্তু দিন শেষে কেউ ঘরে নেয় না। এভাবেই সুখ-দুঃখের মাঝে চলতে থাকে তার জীবন।</p> <p>পরিচালক জানান, ঈদে মুক্তি পাবে সিনেমাটি। একটা নতুন ধরনের গল্প দেখবেন দর্শক। নতুন আর পুরাতনের সংমিশ্রণে এ সিনেমায় দুর্দান্ত অভিনয় করতে দেখা যাবে কোনো সুপারস্টারকে নয়, চর অঞ্চলের একঝাঁক অভিনয়প্রেমীকে।</p>