<p>বলিউড অভিনেতা আমির খানের ‘দঙ্গল’ সিনেমার মাধ্যমে ফাতিমা সানা শেখ, সান্য মালহোত্র ও সুহানি ভটনাগর ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। এ তিন তরুণী আমিরের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন।</p> <p>এদের মধ্যে আমিরের পর্দার মেয়ে সুহানি ভাটনাগর মাত্র ১৯ বছর বয়সে মারা গেছে । এ সিনেমায় তাকে দেখা গিয়েছিল কিশোরী ‘ববিতা ফোগত’র চরিত্রে অভিনয় করতে। আজ শনিবার সকালে দিল্লিতে মৃত্যু হয়েছে এই অভিনেত্রীর। </p> <p>জানা গেছে, সম্প্রতি পা ভাঙে এ অভিনেত্রীর। দিল্লি এএমস-এ ভর্তি করা হয় তাকে। চিকিৎসাও চলছিল। সেই চিকিৎসার জন্য বেশ কিছু ওষুধ খেয়েছিলেন সুহানি।</p> <p>সেখান থেকেই পার্শ্বপ্রতিক্রিয়ার শুরু হয়, শরীরে তরল পদার্থ জমতে শুরু করে। সে থেকেই মৃত্যু হয়েছে এ তরুণী অভিনেত্রীর বলে জানা যায়। ফরিদাবাদের মেয়ে সুহানি। আজ সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়।</p> <p>সূত্র : হিন্দুস্তান টাইমস</p>