<p style="margin-bottom:13px">আজ বিকেলে না-ফেরার দেশে চলে গেছেন গুণী অভিনেতা আহমেদ রুবেল। আজ সন্ধ্যায় ছিল তাঁর নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’-এর প্রিমিয়ার। সেই সিনেমার প্রিমিয়ারে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সের লিফটে ওঠার সময় গাড়ি পার্কিংয়ের জায়গায় হৃদরোগে আক্রান্ত হন এই অভিনেতা। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।</p> <p>তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন অঙ্গনের মানুষ। বিশেষ করে অভিনয়শিল্পীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। গুণী এই অভিনেতার লাশ ছিল রাজধানীর স্কয়ার হাসপাতালে। সেখান থেকে আজ রাতেই রাজধানীর একটি দাতব্য প্রতিষ্ঠানে গোসল করানো হবে। তারপর রাখা হবে হিমঘরে।</p> <p>বরেণ্য অভিনেতা তারিক আনাম খান জানান, আহমেদ রুবেলের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে থাকবে আগামীকাল বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। তারপর নেওয়া হবে গাজীপুরে নিজ বাসভবনে। সেখানে বাদ আসর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।</p> <p>আজ তাঁর অভিনীত সিনেমা ‘পেয়ারার সুবাস’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহ মুক্তি পাবে। সিনেমাটিতে আহমেদ রুবেল ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, তারিক আনাম খানসহ অনেকেই।</p>