<p>নতুন কাজ নিয়ে ফিরছেন পরী মনি। এবারের ভালোবাসা দিবসে দেখা যাবে তাকে। পরীর বিপরীতে অভিনয় করেছেন এ বি এম সুমন। দুজনের আসন্ন ওয়েব ফিল্মের একটি পোস্টার ইতিমধ্যেই প্রকাশ হয়েছে।</p> <p>গত বছরের শেষ দিন ও নতুন বছরের প্রথম দিনটা মিজানুর রহমান আরিয়ানের ‘বুকিং’ ওয়েব ছবির শুটিংয়ের মধ্য দিয়ে গেছে পরী মনির। ঢাকার ৩০০ ফিটে এর শুটিং হয়েছে। ‘বুকিং’ ওয়েব ফিল্মে পরীমনির বিপরীতে রয়েছেন এ বি এম সুমন। ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘লাভ স্টোরিজ’ নামে কয়েকটি গল্প নিয়ে নৃ-তত্ত্ব চলচ্চিত্র নির্মাণ করছে বঙ্গ। মিজানুর রহমান আরিয়ানের ‘বুকিং’ তার মধ্যে একটি। এ ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন পরীমনি ও এ বি এম সুমন। এটি ভালোবাসা দিবসে মুক্তি পাবে বঙ্গ অ্যাপে।</p> <figure class="image"><img alt="1" height="625" src="https://scontent.fdac5-2.fna.fbcdn.net/v/t39.30808-6/426084489_975797833906979_5779160302478677040_n.jpg?_nc_cat=1&ccb=1-7&_nc_sid=dd5e9f&_nc_eui2=AeHBtrRQAUmHAOQWaeN5m_mnn3To-tA0LKufdOj60DQsq62O6ZVlOkry24dcJalkVQ0cB5wLViKRu2KWa_42fxMo&_nc_ohc=wG0G7B2VJt8AX_tYcjn&_nc_ht=scontent.fdac5-2.fna&oh=00_AfBdZr5FOfe5lxHGPhfzzXq2qcPN21lGRHphao17k8wr2A&oe=65C89CE9" width="500" /> <figcaption>Caption</figcaption> </figure> <p>‘বুকিং’ সম্পর্কে পরী মনি বলেন, ‘বুকিং’-এর গল্প খুব সুন্দর। নানা চমক রয়েছে। তা ছাড়া আরিয়ান আমার বেশ পছন্দের নির্মাতা। এতে প্রথমবার এ বি এম সুমনের সঙ্গে কাজ করেছি। সব মিলিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে। পাশাপাশি নতুন বছরে এমন একটি কাজের মধ্য দিয়ে শুরু করছি বলে বেশ ভালো লাগছে।’</p> <p>নির্মাতা আরিয়ান গণমাধ্যমকে জানান, মিষ্টি একটি প্রেমের গল্প ‘বুকিং’। পরী মনি ও এ বি এম সুমনকে একটু আলাদাভাবে দেখানোর চেষ্টা করেছেন তিনি। সুন্দর একটি গানও আছে। সব মিলিয়ে ৩০ মিনিটের একটা ‘ফিল গুড’ প্রেমের গল্প এটি।</p> <p>গত বছর ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করেছেন পরী মনি। সরকারি অনুদানের সিনেমাটি পরিচালনায় আছেন রেজা ঘটক। এর বাইরে সামনে টিএম ফিল্মসের ‘খেলা হবে’ নামের আরো একটি সিনেমায় দেখা যাবে এ নায়িকাকে। সেটি নিয়েও রয়েছে পরী মনির ব্যস্ততা।</p>