<p>মাদক খাইয়ে প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী এবং টিভি অভিনেত্রীকে ধর্ষণ করেছে তাঁরই বন্ধু, এমনটাই অভিযোগ উঠেছে। নির্যাতিতা ওই অভিনেত্রীর দাবি, এক বন্ধুর ফ্ল্যাটে গিয়ে পার্টি করাকালীন তাঁর বন্ধু অজান্তেই মাদক খাইয়ে দেয় তাকে। শুধু তাই নয়, সংজ্ঞা হারানোর পর তাঁকে ধর্ষণও করে। </p> <p>ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, সেই অভিযোগ নিয়েই বুধবার পুলিশের কাছে যান ওই প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী। ধর্ষণের অভিযোগে তাঁর বন্ধুর বিরুদ্ধে ‘এফআইআর’ দায়ের করল দিল্লি পুলিশ। দক্ষিণ দিল্লির তিগরি থানায় দায়ের হয়েছে ‘এফআইআর।’</p> <p>অভিযোগনামায় ওই অভিনেত্রী উল্লেখ করেছেন যে, এই ঘটনা ঘটেছে ২০২৩ সালে। দিল্লির দেওলি রোডে এক বন্ধুর বাড়িতে। প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী তথা অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে বুধবার দিল্লি পুলিশ এফআইআর দায়ের করেছে। </p> <p>সূত্রের খবর অনুসারে, বিগ বসের ১১তম সিজনে প্রতিযোগী ছিলেন সেই অভিনেত্রী। তিনি টেলিভিশন পর্দায় বেশ জনপ্রিয় মুখ। তবে তাঁর নাম প্রকাশ্যে আনতে চায়নি দিল্লি পুলিশ।</p> <p>পুলিশ সূত্রে জানা গেছে, ওই অভিনেত্রী মুম্বাইয়ের বাসিন্দা এবং মডেলিংয়েও যথেষ্ট নাম করেছেন। একাধিক সিরিয়ালেও অভিনয় করেছেন। যার জন্য টেলিভিশনের দর্শকদের মাঝে বেশ সুপরিচিত মুখ তিনি। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যেই দিল্লি পুলিশ তদন্তে নেমেছে।</p>