<p>ঘোষণা হয়েছে আগেই। ভারতের পৌরাণিক মহাকাব্য ‘রামায়ণ’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন বলিউডের গুণী পরিচালক নিতিশ তিওয়ারি। নিতিশ তিওয়ারির রামায়ণে ‘রাম’ হচ্ছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় দেখা যাবে দক্ষিণের সাই পল্লবীকে। রাবণের ভূমিকায় অভিনয় করবেন ‘কেজিএফ’ তারকা যশ। সর্বশেষ তথ্য অনুসারে, রামায়ণে রামের হনুমান চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়ে অবশেষে রাজি হয়েছেন সানি দেওল।</p> <p>ভারতীয় বিনোদন মাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সেই সূত্র জানিয়েছে, এই আইকনিক ভূমিকার জন্য সানি দেওল প্রস্তুত। একে তাঁর অভিনয় জীবনে দারুণ এক সুযোগ বলেও অভিহিত করেছেন। রামায়ণের আধুনিক সংস্করণে সানি দেওল ‘হনুমান’ হিসেবে অনন্য নিদর্শন হয়েই থাকবেন বলে প্রত্যাশা সবার।</p> <p>যদিও কিছু প্রতিবেদনে উঠে এসেছে সানি দেওল এবং রণবীর কাপুরের মধ্যে বয়সের ব্যবধান অনেক। তবে এসব নিয়ে নির্মাতারা ভাবছেন না বলে জানা গেছে। হনুমানের চরিত্রে সানি দেওলকেই প্রথম পছন্দ পরিচালক নিতেশের। প্রথম কিস্তিতে হনুমান হিসেবে সানি দেওলের ক্যামিও উপস্থিতি থাকবে। তবে দ্বিতীয় ও তৃতীয় কিস্তিতে জমজমাট হবে হনুমানের লড়াই। তিন কিস্তির রামায়ণ হতে যাচ্ছে ভারতের ইতিহাসে সবচেয়ে বিগ বাজেটের চলচ্চিত্র।</p> <p>সেই সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছে, সানি দেওলের প্রতি রণবীরের অত্যন্ত শ্রদ্ধা রয়েছে এবং সানিও রণবীরকে ভারতীয় সিনেমার অন্যতম সেরা অভিনেতা বলে মনে করেন। দুজনের গতিশীলতা বড় পর্দায় দর্শকদের জন্য একটি ট্রিট হবে। ভগবান রাম এবং ভগবান হনুমানের বিশুদ্ধ বন্ধনকে দর্শনে আনতে সাহায্য করবে তাদের জুটি। </p> <p>ইতোমধ্যেই রামায়নের সঙ্গে জনপ্রিয় সব তারকাদের যুক্ত করেছে নিতেশ। যার মধ্যে সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণ চরিত্রে যশ এবং কৈকেয়ী চরিত্রে লারা দত্ত রয়েছেন। বিভীষণের চরিত্রে বিজয় সেতুপতির সাথে আলোচনা চলছে বলে জানা গেছে। একাধিক ভারতীয় প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের মার্চ মাসে এই মহাকাব্যকে পর্দায় আনার যাত্রা শুরু হবে। তিন কিস্তিতে নির্মিত রামায়ণের প্রথম কিস্তির জন্য পোস্ট-প্রোডাকশন প্রক্রিয়া দেড় বছর লাগবে বলে আশা করা হচ্ছে। শিগগিরই রামায়ণ সম্পর্কে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন ‘দঙ্গল’খ্যাত নির্মাতা নিতেশ তিওয়ারি।</p>