<p style="margin-bottom:13px">সপ্তাহ দেড়েক আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল চিত্রনায়িকা পরী মনির ছেলে রাজ্য। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা হলেও পুরোপুরি সুস্থ হয়নি। তাই স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় পড়ে যান এই অভিনেত্রী। বাধ্য হয়ে প্রায় ছয় দিন আগে ছেলেকে নিয়ে ছুট দেন কলকাতায়। তবে সুখবর হলো- সুস্থ হয়ে উঠছে পরীর সন্তান রাজ্য।</p> <p>আজ দুপুরের পর পরী মনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ৩৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, ওষুধ খাওয়ানোর ছোট্ট জারে পানি বা ওষুধ রাখা। সেখানে ছোট্ট আঙুল দিয়ে চুবিয়ে নিয়ে আবার সেই আঙুল মুখে নিচ্ছে রাজ্য। মা পরী সন্তানকে জিজ্ঞেস করছে, চলবে স্যার? মায়ের কথা শুনে খলবলিয়ে হেসে উঠছে রাজ্য।</p> <p>মা-ছেলের এই ছোট্ট ভিডিওর ক্যাপশনে পরী লিখেছেন, ‘পুন্য এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন।’</p> <p>বলে রাখা ভালো, পরী মনি ও শরীফুল রাজের সন্তানের পুরো নাম শাহীম মুহাম্মদ রাজ্য, মা পরী ডাকেন পুন্য বলে।</p> <p>উল্লেখ্য, কদিন আগে বরিশাল থেকে ঢাকায় ফেরার পথে ফল কিনে বাসায় আনেন পরী মনি। সেটা খাওয়ার কারণে তাদের পরিবারের পাঁচ সদস্য অসুস্থ হয়ে পড়েন। তবে সবাই সেরে উঠলেও রাজ্যর অবস্থা অপরিবর্তিত থাকে। বাধ্য হয়ে সন্তানকে নিয়ে কলকাতায় ছোটেন এই নায়িকা।</p> <p>এদিকে গেল ১৯ জানুয়ারি মুক্তি পেয়েছে পরী মনি অভিনীত ‘কাগজের বউ’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে আরো অভিনয় করেছেন ডি এ তায়েব, মামনুন হাসান ইমন, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ। তবে সন্তানের অসুস্থতা নিয়ে ব্যস্ত থাকায় সিনেমার প্রচারণায় দেখা যায়নি তাকে।</p>