<p>গত ১২ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। বিয়ে করলেও স্ত্রীর নাম-পরিচয় গোপনই রেখেছেন এই অভিনেতা। শুধু ওই দিন রাত ৯টার দিকে তিনি একটি সাদাকালো ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় একটি মেয়ের হাত ধরে উঁচু করে ঠোঁটের সঙ্গে রেখেছেন তিনি। খানিক দূরে ঝাপসা হয়ে আছে মেয়ের মুখাবয়ব।</p> <figure class="image"><img alt="ghcmj" height="834" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Nifat 2/418563457_7474133095944112_74265.jpg" width="600" /> <figcaption>জোভান ও তাঁর স্ত্রী</figcaption> </figure> <p>বিয়ের পরে অবশ্য চুপচাপই আছেন এই অভিনেতা। এরই মধ্যে আজ সন্ধ্যায় জোভান তাঁর ফেসবুক পেজে ৩৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, ‘আমাদের গল্প।’ ভিডিওতে দেখা যায়, বউ নির্জনার হাত ধরে হাঁটছেন জোভান। ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ডে বাজছে জোভানের একটি নাটকের গান, ‘কোনো এক সকালে তোকে প্রথম দেখেছি, মনের এই গভীরে তোকে আমার করেছি।’ আর ভিডিওতে লেখা আছে জোভান ও নির্জনার গল্প আসছে।</p> <p>এর আগে বিয়ে-পরবর্তী পরিকল্পনা ও বিয়ের পর অনুভূতি জানতে যোগযোগ করা হয় এ অভিনেতার সঙ্গে। তিনি বলেন, ‘সব কিছু নিয়ে ৩১ জানুয়ারির পর কথা বলব। এখনই কিছু বলতে পারছি না। অনেক ব্যস্ততার মধ্যে আছি। অনুভূতি বলেন আর যা-ই বলেন, এখন কিছুই বলব না।’</p> <p>খোঁজ নিয়ে জানা যায়, বেশ বড় করে বউভাতের আয়োজন করেছেন এই অভিনেতা। রাজধানীতেই হবে এই আয়োজন। বিভিন্ন অঙ্গনের তারকা ব্যক্তিরা উপস্থিত থাকবেন সেখানে। </p> <p>এদিকে জোভানের স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। তাঁর বাড়ি পুরান ঢাকায়। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। বিয়ের আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে। তাৎক্ষণিকভাবে স্ত্রী বা বিস্তারিত জানাতে চাননি এই অভিনেতা।</p> <p>উল্লেখ্য, ছোট পর্দার নির্ভরশীল অভিনেতা জোভান। ২০১১ সালে বিনোদন মাধ্যমে যোগ দেন তিনি। ১২ বছর ধরে টানা অভিনয় করে যাচ্ছেন তিনি। ছোট পর্দার পাশাপাশি অভিনয় করেছেন চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টেও।</p>