<p>প্রত্যাশা অনুযায়ী বক্স অফিসে ঝড় তোলার পর এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে বহুল প্রত্যাশিত চলচ্চিত্র প্রভাসের ‘সালার : পার্ট ১- সিজফায়ার।’ সফলভাবে বক্স অফিসে বাজিমাত করার পর ব্লকবাস্টার সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে প্রিমিয়ারের জন্য প্রস্তুত। প্রশান্ত নীল পরিচালিত সালার ২০ জানুয়ারি থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে।</p> <p>স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স তাদের প্ল্যাটফর্মে ১৯ জানুয়ারি সিনেমাটির প্রিমিয়ার ঘোষণা করেছে। ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে তারা জানিয়েছে, ২০ জানুয়ারি তেলেগু, তামিল, মালায়লাম এবং কন্নড় ভাষায় নেটফ্লিক্সে মুক্তি পাবে সালার।</p> <p><img alt="1" height="281" src="https://www.hindustantimes.com/ht-img/img/2023/12/24/550x309/Salaar_stills_6_2_1703240264249_1703407583662.jpg" width="500" /></p> <p>অ্যাকশনধর্মী চলচ্চিত্রটি ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মিশ্র পর্যালোচনা সত্ত্বেও ‘সালার’ ২০২৩ সালের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর তালিকায় জায়গা করে নেয়। ভারতে ৪০০ কোটিরও বেশি আয় করে সিনেমাটি। বিশ্বব্যাপী আয় করেছে ৭০০ কোটির বেশি।</p> <p>দুর্দান্ত অ্যাকশন প্যাকড সালার মুক্তির পর দর্শকদের প্রশংসা পেলেও সমালোচকদের তেমন সন্তুষ্ট করতে পারেনি। তবে আয় থেমে থাকেনি সিনেমাটির। শাহরুখ খানের ডানকির সঙ্গে মুক্তি পেয়েও বক্স অফিসে চালকের আসন ধরে রেখেছিল এটি। সিনেমাটির দ্বিতীয় কিস্তি নির্মাণের ঘোষণা হয়েছে ইতোমধ্যে।</p> <p>প্রশান্ত নীল পরিচালিত সালারে মূল ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। প্রভাস ছাড়াও সিনেমাটিতে আরো রয়েছেন পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবুসহ অনেকে। অপরদিকে রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডানকি’তে শাহরুখ খানের সঙ্গে আরো রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ ও ধর্মেন্দ্র।</p>