<p>১০ জানুয়ারি উদয়পুরে সম্পন্ন হয়েছে বিয়ের রাজকীয় অনুষ্ঠান। শনিবার (১৩ই জানুয়ারি) দিল্লিতে বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন হলো আমির খানের মেয়ে ইরার। মেয়ের বিয়ের রিসেপশনে কোনো কমতি রাখেননি বলিউড মেগাস্টার। আয়োজনে হাজির ছিলেন ভারতের হাই প্রোফাইল সব ব্যক্তিরা। এ যেন তারকার মেলা!</p> <p>শনিবার মুম্বাইয়ে মেয়ে ইরা ও জামাই নুপূরের গ্র্যান্ড রিসেপশন আয়োজিত হয়েছে। খানদের মধ্যে প্রথম তারকা হিসাবে জামাই ঘরে আনলেন মিস্টার পারফেকশনিস্ট। আমিরের মেয়ের রিসেপশনে আমন্ত্রিতের সংখ্যা ছিল ২৫০০ জন। হাজির ছিলেন শাহরুখ খান, সালমান খানের পরিবার-সহ কাপুর খানদান, দেওল পরিবার এবং আম্বানি পরিবার।</p> <figure class="image"><img alt="1" height="500" src="https://www.pinkvilla.com/images/2024-01/1705209334_esha-deol.jpg" width="500" /> <figcaption><sub><em>ইনস্টাগ্রাম থেকে নেওয়া</em></sub></figcaption> </figure> <p>আমির কন্যার গ্র্যান্ড রিসেপশনে গতকাল তারকার মেলা বসেছিল। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সালমান খান, শাহরুখ খান, জয়া বচ্চন, রেখা, ধর্মেন্দ্র, অনিল কাপুর, পরিচালক আশুতোষ গোয়ারিকার, অভিনেতা নাগা চৈতন্য, পরিচালক ফারহান আখতার, শিবানী দান্ডেকর, জোয়া আখতার, জুহি চাওলা, দর্শিল সাফারি, হেমা মালিনী, এশা দেওল, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, দিলীপ জোশি, মিথিলা পালকর, গজরাজ রাও, বিপিন শর্মা, গওহর খান, জাভেদ জাফরি, কিকু শারদা, মনোজ জোশি, সুনিধি চৌহান, এআর রহমানসহ অনেক তারকা। এছাড়াও রাজনীতিবিদ রাজ ঠাকরে এবং ক্রিকেটার শচিন তেন্ডুলকর ও জহির খানসহ বিভিন্ন অঙ্গনের তারকাগন হাজির ছিলেন। </p> <figure class="image"><img alt="1" height="500" src="https://www.pinkvilla.com/images/2024-01/1705209386_bhumi-pednekar-taapsee-pannu.jpg" width="500" /> <figcaption><sub><em>ইনস্টাগ্রাম থেকে নেওয়া</em></sub></figcaption> </figure> <p>শনিবার নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে (এনএমএসিসি) কালো স্যুট-বুট পরে বন্ধুর আমিরের মেয়ের রিসেপশনে হাজির হয়েছিলেন শাহরুখ। স্ত্রী গৌরীকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন বলিউড বাদশা। আমিরের সঙ্গে একান্ত আলাপচারিতা করতে দেখা গেছে শাহরুখকে। এই দৃশ্য খুব কমই দেখেছেন ভক্তরা। </p> <p>আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আমিরের মেয়ের বিয়েতে সস্ত্রীক হাজির হয়েছিলেন ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানিও। তবে আমিরের প্রাক্তন স্ত্রী কিরন রাও না এলেও তাঁর ছেলে পুত্র আজাদ খান এসেছিলেন বোনের বিসেপশনে। কিরন রাও অসুস্থ ছিলেন বলেই জানিয়েছেন আমির। এছাড়াও রিসেপশনে হাজির ছিলেন রিনা দত্ত, আমিরের বোনের ছেলে ইমরান খান, বোন নিখাত খানসহ আমিরের জামাই নুপূর শিখরের গোটা পরিবার।</p> <p>আমির খান এবং তাঁর প্রথম স্ত্রী রিনা দত্তের মেয়ে ইরা খান। আমির এবং রিনা প্রায় পনেরো বছর দাম্পত্য জীবন কাটিয়েছেন। তারপর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। মায়ের কাছে বড় হলেও বাবা আমির ও সৎ মা কিরণের সঙ্গে বরাবরই দারুণ সম্পর্ক ইরার। নিজের প্রেম নিয়ে কোনওদিন রাখঢাক রাখেননি ইরা। আমিরের ফিটনেস কোচের সঙ্গে ইরার প্রেম নিয়ে কম চর্চা হয়নি। তবে বরাবর পরস্পরকে আগলে রেখেছেন দুজনে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে আংটি বদল সেরেছিলেন ইরা-নুপূর। অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন দুজন।</p>