<p>কিছুদিন আগেই নির্মাতা হাসিবুর রেজা কল্লোল জানিয়েছিলেন অভিনেতা শরিফুল রাজকে নিয়ে নির্মাণ করবেন ‘কবি’ সিনেমা। গতকাল মঙ্গলবার প্রকাশ্যে এসেছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার। কালো-লাল শেডে নকশা করা পোস্টারে শরিফুল রাজকে একেবারে ভিন্ন অবতারে দেখা গেছে। কাঁচা-পাকা চুল-দাড়ি, কানে দুল, চোখে চশমা। সন্দেহজনক এক দৃষ্টিতে এক পাশে তাকিয়ে আছেন রাজ।</p> <p>সিনেমাটিতে রাজের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। গেল বছরের ১৪ ডিসেম্বর কলকাতায় শুরু হয়েছে সিনেমাটির শুটিং। এ ছবির বাকি অংশের শুটিং বাংলাদেশে হওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে বাংলাদেশের অভিনেতা মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায়, অনন্যা বিশ্বাসসহ অনেকেই অংশ নিয়েছেন।</p> <p>পরিচালক নিজেই সিনেমাটির গল্প লিখেছেন। সংলাপ ও চিত্রনাট্য ফেরদৌস হাসানের। পোস্টার লেখা রয়েছে, সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাবে।</p> <p>এর আগে শাকিব খানকে নিয়ে ‘সত্তা’ সিনেমা বানিয়েছিলেন নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। সিনেমাটি মুক্তির পাঁচ বছর পর শাকিব খানকে নিয়ে ‘কবি’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা। তবে সেটা ঘোষণাতেই শেষ। তারপর কিছুদিন আগেই রাজ সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন- এই খবর আসে।</p>